বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

কেপি শর্মা
কেপি শর্মা  © সংগৃহীত

নেপালে বিক্ষোভ আর ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে গতকাল সোমবার থেকেই নেপালে বিক্ষোভ চলছে। কারফিউ উপেক্ষা করে আজ সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। তারা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিবিদের বাড়িঘরে ভাঙচুর চালান।

সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে ১৯ জন নিহত এবং শতাধিক আহত হন।


সর্বশেষ সংবাদ