হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের

০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ PM
হামাসের মুখপাত্র আবু উবাইদা

হামাসের মুখপাত্র আবু উবাইদা © সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে হামাস এখনও এ খবর নিশ্চিত করেনি। সোমবার (১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী গাজা সিটিতে চালানো বিমান হামলায় আবু উবাইদা নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে সেনাবাহিনী (আইডিএফ) ও দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেটকে ‘ত্রুটিহীন অভিযানের’ জন্য অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় সংবাদকর্মীদের বরাত দিয়ে জানানো হয়েছে, হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছেন। হামলা হয়েছে ঘনবসতিপূর্ণ আল-রিমাল এলাকায়। হামলার সময় সেখানে একটি ছয়তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার লক্ষ্য ছিল একটি ফ্ল্যাট, যা মূলত দাঁতের চিকিৎসকের চেম্বার হিসেবে ব্যবহৃত হতো। হামলার পর লাখ লাখ ডলারের সমমূল্যের জিনিসপত্র উড়ে যায়।

হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের শীর্ষ নেতাদের একজন আবু উবাইদা। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামলার আগে থেকে সক্রিয় ছিলেন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তিনি ছিলেন “হামাস সন্ত্রাসী সংগঠনের জনসম্মুখের মুখপাত্র” এবং নিয়মিত ইসরায়েলবিরোধী প্রচারণা চালাতেন।

গত কয়েক বছরে আবু উবাইদা ফিলিস্তিনি সমর্থকদের কাছে মধ্যপ্রাচ্যজুড়ে প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হন। ধারণা করা হচ্ছে, বয়স প্রায় ৪০ বছর। গত শুক্রবার দেওয়া এক ভাষণে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলি বন্দিদের পরিণতি হবে হামাস যোদ্ধাদের মতোই। এছাড়া তিনি গাজা সিটিতে ইসরায়েলের পরিকল্পিত আগ্রাসনের বিরুদ্ধেও সতর্ক করেন।

রবিবার প্রতিরক্ষামন্ত্রী ক্যাটজ হুঁশিয়ারি দিয়ে জানান, গাজায় চলমান অভিযানের সঙ্গে আবু উবাইদার আরও অনেক ‘অপরাধী সহযোগীকে’ টার্গেট করা হবে। এটি গাজা সিটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ। আইডিএফ ও শিন বেটের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, শিন বেট ও সেনাবাহিনীর গোয়েন্দা শাখার আগাম তথ্যের ভিত্তিতে অভিযান সম্ভব হয়েছে, যাতে আবু উবাইদার অবস্থান সঠিকভাবে শনাক্ত করা যায়।

হাদি হত্যার বিচার চেয়ে সমাবেশ, টালবাহানা হলে চট্টগ্রামকে ‘ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
জামায়াত আপনাকে ভিসি রাখবেনা, বিএনপি আসলেও না: ইবি উপাচার্যক…
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন করব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের অভিযোগে যে প্রতিক্রিয়া জানাল জামায়াত
  • ১৬ জানুয়ারি ২০২৬
পবিপ্রবির উপ-উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে অধ্যাপক ড. দেলো…
  • ১৬ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি গ্রেফতার
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9