এবার ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

১৩ জুলাই ২০২৫, ০৯:২২ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৯:৫৩ AM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শনিবার (১২ জুলাই) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া বার্তায় তিনি এ ঘোষণা দেন। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।

রবিবার (১৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ হন ট্রাম্প। এরপরই হঠাৎ করে এই শুল্ক বসানোর ঘোষণা আসে।

ট্রাম্প বলেন, মেক্সিকো যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক প্রবাহ ঠেকাতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্যে ভারসাম্য রক্ষা করছে না, তাই এই শুল্ক ‘ন্যায়সংগত প্রতিকার’।

এদিকে মেক্সিকো জানিয়েছে, শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেই তারা এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হয়। প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম বলেন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সম্পর্ক আরও ভালো শর্তে পরিচালিত হতে পারে, তবে এখন মাথা ঠাণ্ডা রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি ট্রাম্পের পদক্ষেপকে অন্যায্য বলে উল্লেখ করেন।

বিশ্লেষকরা বলছেন, মেক্সিকোর প্রায় ৮০ শতাংশ রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে যায়। ফলে এই শুল্ক আরোপ দেশটির অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর আগেও কানাডার ওপর ৩৫ শতাংশ এবং ব্রাজিলের ওপর ৫০ শতাংশ হারে শুল্ক বসানোর ঘোষণা দেন ট্রাম্প। ব্রাজিলের ক্ষেত্রে ট্রাম্প দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া একটি রাজনৈতিক ‘উইচ-হান্ট’।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু
  • ২৩ জানুয়ারি ২০২৬
সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঘোষণা দিলে ঢাকায় জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না:…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘জাতীয় সংসদ নির্বাচন ডাকসু-চাকসু-রাকসুর মতো হবে’
  • ২৩ জানুয়ারি ২০২৬