আরও এক ইসরায়েলি সেনা নিহত, মোট নিহতের সংখ্যা কত?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১০:১৬ AM
উত্তর গাজার জবালিয়া এলাকায় সংঘটিত এক সংঘর্ষে নিহত ইসরায়েলি সেনার পরিচয় প্রকাশ করেছে আইডিএফ (ইসরায়েল ডিফেন্স ফোর্স)। নিহত সৈনিক হলেন সার্জেন্ট ইসরায়েল নাতান রোজেনফেল্ড, বয়স ২০, বাড়ি রা’আনানা শহরে। তিনি ব্যাটালিয়ন ৬০১-এর একজন যুদ্ধপ্রশিক্ষিত প্রকৌশলী ছিলেন।
এই ঘটনা ঘটে যখন ৪০১তম বর্মযুক্ত ব্রিগেডের সেনারা জবালিয়ার একটি ভবনের ভিতরে অবস্থান করছিল। হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। সেনাবাহিনী ধারণা করছে, এটি একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ হতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। বিস্ফোরণে ওই সৈনিক প্রাণ হারান।
এই ঘটনার মাধ্যমে ইসরায়েলের 'আয়রন সোয়ার্ড' যুদ্ধে নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৮০ জনে। এর মধ্যে কেবল গত মার্চ থেকে গাজায় পুনরায় যুদ্ধ শুরু হওয়ার পর ৩০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২১ জনই নিহত হয়েছেন গাজা উপত্যকায় পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের কারণে।
মাত্র এক সপ্তাহ আগে খান ইউনিসে একটি মারাত্মক হামলায় সাতজন আইডিএফ সদস্য নিহত হন, যখন একজন হামলাকারী একটি পুমা সাঁজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস সংযুক্ত করেন। ডিভাইসটির বিস্ফোরণে পুরো যানবাহনে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা সব সৈনিক প্রাণ হারান।
সোর্স: জেফিড