ইরানি হামলার ভয়ে আবারও পণ্ড নেতানিয়াহুর ছেলের বিয়ের আয়োজন 

নেতানিয়াহু, ছেলে আবনার ও তার প্রেমিকা এবং স্ত্রী সারা
নেতানিয়াহু, ছেলে আবনার ও তার প্রেমিকা এবং স্ত্রী সারা  © টিডিসি সম্পাদিত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ব্যক্তিগত ক্ষতির কথা জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে তাঁর ছেলের বিয়ের আয়োজন দ্বিতীয়বারের মতো স্থগিত করতে হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের 

বৃহস্পতিবার (১৯ জুন) ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত বিরশেবার সোরোকা হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে নেতানিয়াহু এ কথা বলেন। তবে এমন ব্যক্তিগত প্রসঙ্গ টানার কারণে তিনি দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। অনেকেই মনে করছেন, যুদ্ধকালীন সংকটময় পরিস্থিতিতে এ ধরনের মন্তব্য নেতানিয়াহুর দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলছে।

ছেলে আবনারের বিয়ে দ্বিতীয়বারের জন্য পিছিয়ে দেয়ার কথা ঘোষণা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী নিজেই। বলেন, এ যুদ্ধের জন্য তাকে ও তার পরিবারকে ‘ব্যক্তিগত মাশুল’ চোকাতে হচ্ছে। তার পরিবার অন্য সবার মতো ত্যাগের পথে চলছে এখন। 
 
তিনি আরও বলেন, বিয়ে পিছিয়ে যাওয়ায় ছেলে আবনার ও তার প্রেমিকা এবং স্ত্রী সারা খুবই কষ্ট পেয়েছেন। কিন্তু দেশের এই পরিস্থিতিতে তাকে এবং তাদের পরিবারকে এই ‘ব্যক্তিগত ক্ষতি’ মেনে নিতেই হচ্ছে। ‘যুদ্ধের ব্যক্তিগত মূল্য’ চোকানোর সপক্ষে নেতানিয়াহু জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের মতো পরিস্থিতি এখন ইসরাইলে। 

প্রসঙ্গত, আভনার নেতানিয়াহুর বিয়ে প্রথমে নির্ধারিত হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে। কিন্তু নিরাপত্তার কারণে তখন বিয়ের আয়োজন স্থগিত করা হয়। এরপর নতুন করে তারিখ নির্ধারণ করা হয় ২০২৫ সালের ১৬ জুন। ১৩ জুন ইরানে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে বিয়ের আয়োজনটি দ্বিতীয় দফায় স্থগিত করা হয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধের ‘ব্যক্তিগত খেসারত’ নিয়ে নেতানিয়াহু বক্তব্যে কিছু ইসরায়েলি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence