কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় এমআইটি, সেরা দশে যারা 

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং প্রকাশ করেছে কিউএস
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং প্রকাশ করেছে কিউএস  © সংগৃহীত

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। এতে সেরা হয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বৃহস্পতিবার (১৯ জুন) ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস-২০২৬: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’ শীর্ষক র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়।

কিউএস’র ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, সেরা দশে থাকা বিশ্ববিদ্যালয়গুলো আটটিই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। বাকি দুইটি সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরের। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ, লন্ডন। তৃতীয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।

আরও পড়ুন: সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা সংশোধন

সেরা দশে থাকা অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- চতুর্থ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যারয়, পঞ্চম যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি, যষ্ঠ যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটি, সপ্তাম সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ, অষ্টম ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, নবম যুক্তরাজ্যের ইউসিএল এবং দশম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি।


সর্বশেষ সংবাদ