ইসরায়েলে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১১:৪২ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৪ PM
জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সামাজিক মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্র দূতাবাসের দেওয়া এক নোটিশে দূতাবাস বন্ধ থাকবে বলে জানায়। দূতাবাসের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ বাসস্থান বা আশপাশে নিরাপদ স্থানে
দূতাবাস জানিয়েছে, আজ (মঙ্গলবার) দূতাবাস বন্ধ থাকবে এবং দূতাবাসের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ বাসস্থান বা আশপাশে নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
দূতাবাস জানিয়েছে, তেলআবিবে অবস্থিত এর শাখা অফিসটিও বন্ধ থাকবে।
এছাড়া আরও বলা হয়েছে, “বর্তমানে যুক্তরাষ্ট্র দূতাবাস ইসরায়েল ত্যাগে মার্কিন নাগরিকদের সরাসরি সহায়তা বা তাদের সরিয়ে নেওয়ার মতো অবস্থানে নেই।”