ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যেভাবে হত্যা করছে ইসরায়েল, তথ্য ফাঁস করল দ্য টেলিগ্রাফ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৯:২২ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM

ইরানি সামরিক ও পারমাণবিক কার্যক্রমে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যায় মোবাইল ফোন ট্র্যাকিং ব্যবহার করছে ইসরায়েল এমনটি দাবি করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এমন প্রযুক্তি ব্যবহার করছে, যা মোবাইল ফোন বন্ধ থাকলেও তা থেকে লোকেশন শনাক্ত করতে পারে। এই পদ্ধতির মাধ্যমে তারা গোপনে অভিযান চালিয়ে টার্গেট হত্যা করছে বলে দাবি করা হচ্ছে।
২০২৪ সালের জুলাইয়ে হামাসের সাবেক রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার নিহত হওয়ার ঘটনায়ও এই প্রযুক্তি ব্যবহারের অভিযোগ উঠেছে। তিনি তেহরানে অবস্থান করছিলেন, তখনই তাকে নিশানা বানানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
আরও পড়ুন: এবার ইরানের হাসপাতালে হামলা ইসরায়েলের, এখন পর্যন্ত নিহত কত?
ইরান এই ঘটনাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে। বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় বন্ধ থাকা ফোন থেকেও লোকেশন বের করা সম্ভব হয়। এ কারণে ইরানি সরকার উচ্চপর্যায়ের কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছে, বিশেষ করে সংবেদনশীল এলাকায়।
ইরানের রেভ্যুলুশনারি গার্ড এখন শীর্ষ নেতাদের জন্য নিরাপত্তা জোরদার করেছে এবং নতুন প্রযুক্তিনির্ভর সুরক্ষা প্রটোকল চালু করেছে। বিশ্লেষকদের মতে, আধুনিক প্রযুক্তি গোয়েন্দা কার্যক্রম ও গুপ্তহত্যার ধরন আমূল পরিবর্তন করে দিচ্ছে।
ইসরায়েল এখনও এই প্রযুক্তি ব্যবহারের কথা স্বীকার করেনি। তবে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। উন্নত নজরদারি ও গুপ্ত হামলার সরঞ্জাম ব্যবহারের ফলে ভবিষ্যতে আরও সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।