এবার ইরানের হাসপাতালে হামলা ইসরায়েলের, এখন পর্যন্ত নিহত কত?

ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের একটি হাসপাতাল ও মেডিকেল সেন্টার
ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের একটি হাসপাতাল ও মেডিকেল সেন্টার   © সংগৃহীত

ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণ করেই যাচ্ছে ইসরায়েল। এবার ইহুদিবাদী সরকারের হামলায় ইরানের কেরমানশাহ শহরের একটি হাসপাতাল ও মেডিকেল সেন্টার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার থেকে ইসরায়েলের শুরু করা হামলায় এখন পর্যন্ত ২২৪ জন নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, পশ্চিম ইরানের কেরমানশাহ শহরে ফারাবি হাসপাতাল ও মেডিকেল সেন্টারকে লক্ষ্য করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর ফলে হাসপাতালটি ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে আইআরএনএ জানায়, আজ স্থানীয় সময় সকাল ৯টার দিকে ইসরায়েল ফারাবি হাসপাতাল ও মেডিকেল সেন্টার এবং আশেপাশের ভবনগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার পর ফারাবি হাসপাতালের বিভিন্ন অংশে মারাত্মক ক্ষতি হয়েছে। ছবিতে দেখা গেছে, হাসপাতালের ভেতরে রক্তাক্ত মেঝেতে ভাঙা কাচ এবং ধ্বংসাবশেষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এটিকে ‘গুরুতর আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে তেহরান। শনিবার (স্থানীয় সময়) হামলার কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বলেন, “হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা, যা ধারণা করা হচ্ছে তাদের প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশেই হয়েছে, তা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ।”

তিনি আরও বলেন, “ইতিহাস এর বিচার করবে; এই বর্বরতার পৃষ্ঠপোষকদের জন্য চিরন্তন লজ্জা অপেক্ষা করছে।”

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ওই হাসপাতালে আঘাত হানে, যার ফলে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের অভ্যন্তরে ছড়িয়ে থাকা রক্ত, ভাঙা কাচ ও ধ্বংসাবশেষের ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।


সর্বশেষ সংবাদ