নতুন করে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

ইসরায়েলি হামলার পর তেহরানে বিস্ফোরণ
ইসরায়েলি হামলার পর তেহরানে বিস্ফোরণ  © সংগৃহীত

রাতভর হামলা-পাল্টা হামলার পর ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ জুন) স্থানীয় সময় দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির একাধিক গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। 

ইরানি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শিরাজ এবং কেন্দ্রীয় প্রদেশ ইস্পাহানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়–সংশ্লিষ্ট একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, বিস্ফোরণের পর তেহরানের আকাশে দেখা গেছে ভারী ধোঁয়ার কুণ্ডলী। সম্ভাব্য হামলার আশঙ্কায় রাজধানীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, বিস্ফোরণগুলো মূলত ঘটেছে তেহরানের উত্তরাঞ্চলীয় নিয়াভারান এবং কেন্দ্রস্থলের ভালিয়াসর ও হাফতে তির স্কোয়ারের আশপাশে।

আরও পড়ুন: ইরানে অবস্থানরত বাংলাদেশিদের তথ্য জানাতে যোগাযোগ করা যাবে যেভাবে

এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ইসরায়েল অভিযোগ করেছে, ইরান নতুন করে তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হামলার সময় বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয় এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। তারা আরও জানিয়েছে, ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তবে এ হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে শনিবার রাতভর ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে, এর ফলে উভয় দেশেই বহু হতাহতের ঘটনা ঘটে। ওই রাতেই ইসরায়েল দাবি করে, তারা তেহরানে অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল দুটি দ্বৈত-ব্যবহারযোগ্য জ্বালানি কেন্দ্র, যেগুলো সামরিক ও পারমাণবিক কার্যক্রমে ব্যবহৃত হতো বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক সূত্র।

আরও পড়ুন: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরায়েলের হামলা

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই জানান, ইস্পাহানে যে হামলা চালানো হয়েছে, তার লক্ষ্য ছিল একটি পারমাণবিক স্থাপনা। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

ইসরায়েল আরও দাবি করেছে, হুথি গোষ্ঠীর একজন শীর্ষ সামরিক নেতাকেও টার্গেট করা হয়েছে শনিবার রাতের অভিযানে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের ভেতরে হামলার জন্য তাদের কাছে এখনো একটি বড় তালিকা রয়েছে, এবং এই অভিযান কতদিন চলবে তা নির্ধারিত নয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা, বিবিসি


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence