ইসরায়েলে পঞ্চম ধাপে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান  © সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৪ জুন) সকালে পঞ্চম দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে দেশটি। জেরুজালেম পোস্ট ও তেহরান টাইমসের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ) জানিয়েছে, ইরান থেকে ডেড সি ও  দক্ষিণ পশ্চিমতীর লক্ষ্য করে  ছোড়া ড্রোনগুলো ভূপাতিত করেছে। এ সময় ওইসব এলাকায় সাইরেন বেজে ওঠে এবং জনগণকে সতর্ক অবস্থানে যেতে বলা হয়। পরে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে আরও দুটি ড্রোন ভূপাতিত করে আইএএফ। 

এক বিবৃতিতে  ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হুমকি দূর করতে প্রয়োজনীয় জায়গায় হামলা ও প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। 

এর আগে, ইরানের চার দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত চারজন নিহত ও  ৭০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন ইসরায়েলের কেন্দ্রীয় জেলায় ছিলেন, যাদের মৃতদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। 


সর্বশেষ সংবাদ