এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই৩৭৯-এ বিমান
এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই৩৭৯-এ বিমান   © সংগৃহীত

ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার একদিন না যেতেই নতুন করে বোমা আতঙ্ক দেখা দিয়েছে এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে। শুক্রবার (১৩ জুন) সকালে থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই৩৭৯-এ উড়ন্ত অবস্থায় বোমা হামলার হুমকি পাওয়া যায় বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই আন্দামান সাগরের আকাশে থাকা অবস্থায় বোমা হামলার হুমকি সংক্রান্ত বার্তা পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি আবার ফুকেট বিমানবন্দরে ফিরে এসে জরুরি অবতরণ করে।

ঘটনার পর ফ্লাইটটিকে আলাদা করে রাখা হয় এবং যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বিমানটিতে তল্লাশি অভিযান চালায় থাই নিরাপত্তা বাহিনী। তবে এখন পর্যন্ত বিমানে কোনো বিস্ফোরক পাওয়া গেছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এ ঘটনায় ফ্লাইটের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়ে। মাত্র ৬২৫ ফুট উপরে ওঠার পরেই গুজরাতের মেঘানিনগরে একটি ছাত্রাবাসের ওপর বিমানটি আছড়ে পড়ে। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য।


সর্বশেষ সংবাদ