শাহজালাল বিমান বন্দরে তার্কিশ প্লেনের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ

জরুরি অবতরণ করে প্লেনটি
জরুরি অবতরণ করে প্লেনটি  © ভিডিও থেকে নেওয়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করান। প্লেনটিতে ২৯০ জন যাত্রী ছিল বলে জানা যায়।

মঙ্গলবার (২০ মে) সকাল ৭টা ৮ মিনিটে প্লেনটি উড্ডয়ন করে এবং ৮টা ২মিনিটে অবতরণ করে।

জানা গেছে, তার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটটি (এয়ারবাস A330-303) সকাল ৭টার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর, আকাশে থাকা অবস্থায় পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক বা আগুনের ঝলক দেখতে পান। সঙ্গে সঙ্গে পাইলট তেল পুড়িয়ে আকাশে চক্কর দিয়ে পরে জরুরি অবতরণ করেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি বার্ড হিটের (পাখির সঙ্গে ধাক্কা) কারণে ঘটেছে। পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নিরাপদে বিমানটি ফেরত নিয়ে আসেন। যাত্রীরা সবাই সুস্থ আছেন।’

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের প্লেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের হোটেলে নেওয়ার ব্যবস্থা করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে তার্কিশ এয়ারলাইন্স জানায়, TK713 ফ্লাইটের দ্বিতীয় ইঞ্জিনে পাখির ধাক্কার ফলে সমস্যার সৃষ্টি হয় এবং সে কারণে বিমানটিকে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয়। যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে আছেন। যেহেতু প্লেনটির ইঞ্জিন মেরামতের প্রয়োজন, তাই এটি কিছুটা সময় নিতে পারে। যাত্রীদের বিশ্রামের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ