এবার আকাশসীমা বন্ধ করল জর্ডান

বিমান চলাচলের দৃশ্য
বিমান চলাচলের দৃশ্য   © সংগৃহীত

ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের অঞ্চলে অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলের তেল আবিবে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির প্রেক্ষিতে আকাশপথে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে আকাশসীমা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র জর্ডান। খবর আল জাজিরার

জর্ডানের হাশেমাইট রাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‍‘আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির জেরে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এর আগে গত বছর ইরান থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমা অতিক্রম করেছিল, যা দেশটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।

শুক্রবার (১৩ জুন) ভোরে ‘পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোকে যুক্তি দেখিয়ে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালায় ইসরায়েল। দেশটির সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছে ‘রাইজিং লায়ন’।

এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহতদের মধ্যে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাও রয়েছেন।


সর্বশেষ সংবাদ