ডা. মনিরুজ্জামান © সৌজন্যে প্রাপ্ত
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে এনসিপির পক্ষ থেকে গণভোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডা. মনিরুজ্জামান। শনিবার (২৪ জানুয়ারি) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনার অনুমোদনক্রমে এ সংক্রান্ত কমিটি প্রকাশ করা হয়।
ডা. মনিরুজ্জামান সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ থেকে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে পিজিটি ডিগ্রি সম্পন্ন করেছেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক উপকমিটিতে তিনি দ্বৈত দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক স্বাস্থ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
এ ছাড়া তিনি এনসিপির আন্তর্জাতিক ও সিভিল সোসাইটি উপকমিটির সদস্য হিসেবে কাজ করছেন। পাশাপাশি চিকিৎসকদের সংগঠন "ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স"-এর সিনিয়র মুখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানানো হয়েছে, চিকিৎসা পেশায় তাঁর দক্ষতা, সামাজিক সম্পৃক্ততা এবং জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তাঁর ভূমিকা বিবেচনায় নিয়েই সাতক্ষীরা-৩ আসনে গণভোটের প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে গণভোটে জনসমর্থন আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে এনসিপি।