শি জিনপিংয়ের মেয়েকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর আহ্বান

শি জিনপিং ও তার মেয়ে শি মিংজে
শি জিনপিং ও তার মেয়ে শি মিংজে  © সংগৃহীত

চীনা প্রেসিডেন্ট শি জিনিপিং এর মেয়ে শি মিংজে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন দাবি করে তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ অতি ডানপন্থী রাজনৈতিক লরা লুমার। সম্প্রতি এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে এ দাবি তোলেন তিনি। রবিবার (২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ওই পোস্টে লরা লেখেন, মার্কিনভূমিতে মিংজে বসবাস ও পড়ালেখা করায় প্রশ্নের মুখে পড়েছে দেশের নিরাপত্তা। এ কারণে তাকে  অবিলম্বে চীনে ফেরত পাঠানো উচিত।

লরা তার পোস্টে ডোনাল্ড ট্রাম্পসহ বর্তমান মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ট্যাগ করে লেখেন, ‘এবার যাও। শি জিনপিংয়ের মেয়েকে ফেরত পাঠাও। শি মিংজে ম্যাসাচুসেটসে থাকেন এবং হার্ভার্ডে লেখাপড়া করেছেন।’

তবে শি মিংজে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এমন কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। ২০১৫ সালে তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস'। সেখানে বলা হয়, নীরবেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করেন মিংজে। আর কোনও রকমের হইচই না করে সেখান থেকে বেরিয়েও যান তিনি।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শি মিংজে হার্ভার্ডে মনোবিজ্ঞান এবং ইংরেজি অধ্যয়ন করেছিলেন। এ সময় অন্য একটি নাম ব্যবহার করতেন মিংজে। সে সময় তার ঘনিষ্ঠজন ছাড়া আসল নাম কেউ জানত না।  

লরা এমন এক সময়ে এ দাবি তুলেছেন, যখন যুক্তরাষ্ট্রের শিক্ষা ও নীতিতে চীনা প্রভাব নিয়ে উত্তেজনা তুঙ্গে। এছাড়া অভিবাসন নিয়ম এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের অধিকার নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে ট্রাম্প প্রশাসনের আইনি বিরোধ চলছে।


সর্বশেষ সংবাদ