ইলন মাস্ক ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন আজ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ মে ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ১০:২১ PM
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর গত জানুয়ারিতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডোজ) বা সরকারি কর্মদক্ষতা বিভাগের প্রধান পদে ইলন মাস্ককে নিয়োগ দিয়েছিলেন। সেই পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। আজ শুক্রবার (৩০ মে) ট্রাম্প প্রশাসনের বিশেষ সরকারি কর্মকর্তার পদ থেকে সরে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আজ ইলনের শেষ দিন, তবে যেমনটা বলা হচ্ছে ঠিক তেমনটা নয়। তিনি সব সময় আমাদের সঙ্গে থাকবেন, বিভিন্নভাবে সহায়তা করে যাবেন। তিনি মাস্ককে ‘একজন অসাধারণ মানুষ’ বলেও উল্লেখ করেন।
অন্যদিকে, মাস্কও এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি দক্ষতা বিভাগের অংশ হিসেবে আমার বিশেষ সরকারি কর্মকর্তার দায়িত্ব শেষ হচ্ছে। এ সময়ে আমি অনেক কিছু শিখেছি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত।
হোয়াইট হাউজও মাস্কের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ইলন মাস্ক প্রশাসন ছাড়ছেন ও আজ রাত থেকেই এই প্রক্রিয়া কার্যকর হচ্ছে।
জানা গেছে, মাস্ক ১৩০ দিনের ম্যান্ডেট নিয়ে ডিওজিই’র বিশেষ কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। এই সময়ে ফেডারেল সরকারের প্রায় ১২ শতাংশ বেসামরিক কর্মী, অর্থাৎ প্রায় ২ লাখ ৬০ হাজার জন কর্মী ছাঁটাই করা হয়। রয়টার্সের এক বিশ্লেষণ অনুযায়ী, এই পদক্ষেপ ফেডারেল সরকারের খরচ হ্রাসে ব্যাপক প্রভাব ফেলেছে।