৯৫ দিন পর প্রশান্ত মহাসাগর থেকে জেলেকে জীবিত উদ্ধার

উদ্ধারের পর চিকিৎসা নিচ্ছেন ম্যাক্সিমো নাপা কাস্ত্রো
উদ্ধারের পর চিকিৎসা নিচ্ছেন ম্যাক্সিমো নাপা কাস্ত্রো  © সংগৃহীত

প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন পেরুর মারকোনা শহরের বাসিন্দা ম্যাক্সিমো নাপা কাস্ত্রো (৬১)। নিখোঁজের ৯৫ দিন পর গত মঙ্গলবার (১১ মার্চ) তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ইকুয়েডরের একটি মাছ ধরার নৌকা। 

পেরুর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দিনার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউএস সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরে তিন মাস আটকে থাকার পর পেরুর ওই জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাত্রার ১০ দিনের মাথায় প্রবল ঝোড়ো হাওয়ায় পথ হারিয়ে ফেলেছিলেন তিনি। 

নাপা কাস্ত্রোর মেয়ে ইনেস নাপা তার বাবাকে বাঁচানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুকে এক পোস্টে বলেন, ‘ধন্যবাদ, ইকুয়েডরের ভাইয়েরা, আমার বাবাকে উদ্ধার করার জন্য। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।’

নাপার মা এলেনা কাস্ত্রো জানান, পরিবারের সদস্যরা আশাবাদী থাকলেও তিনি ধীরে ধীরে আশা হারাতে শুরু করেছিলেন। তিনি টিভি পেরুকে বলেন, ‘আমি প্রভুকে বলেছিলাম, সে জীবিত থাকুক বা মৃত, অন্তত তাকে আমার কাছে ফিরিয়ে দাও। যেন আমি তাকে একবার দেখতে পারি। কিন্তু আমার মেয়েরা কখনো বিশ্বাস হারায়নি। তারা সব সময় বলত, মা, সে ফিরে আসবে, সে ফিরে আসবে।’

উদ্ধারের পর নাপা বলেন, ‘আমি জীবনের প্রতি আশা ধরে রাখতে সব সময় নিজের পরিবারের কথা ভেবেছি। আমি আমার মায়ের জন্য বাঁচতে চেয়েছি। আমি প্রতিদিন আমার মায়ের কথা ভাবতাম। আমার একটি নাতনি আছে, যার বয়স মাত্র কয়েক মাস, আমি তার কথা মনে রেখেছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি মরতে চাইনি। বেঁচে থাকতে আমি পোকামাকড় খেয়েছি, পাখি খেয়েছি। শেষ যে জিনিসটি খেয়েছি তা ছিল কচ্ছপ। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে দ্বিতীয়বার বাঁচার সুযোগ দিয়েছেন।’

উল্লেখ্য, উদ্ধার হওয়ার পর নাপা কাস্ত্রো পেরু-ইকুয়েডর সীমান্তের কাছে পাইতা শহরের স্থানীয় একটি হাসপাতাল চিকিৎসা নিয়েছেন। গতকাল শনিবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। আরও কিছু চিকিৎসা পরীক্ষার জন্য নাপাকে পাইতায় রাখা হয়েছে। এরপর তিনি দক্ষিণে লিমার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence