ট্রাম্প © সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড হস্তান্তরের বিরোধিতা করায় যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের পণ্য রপ্তানির ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।
এর পাশাপাশি ট্রাম্প হুমকি দিয়ে জানিয়েছেন, আগামী জুনের মধ্যে ডেনমার্ক গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি না করলে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।
স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “জুনের মধ্যে যদি গ্রিনল্যান্ড কেনার বিষয়টি পুরোপুরি সম্পন্ন না হয়, তাহলে ১ জুন থেকে শুল্ক ২৫ শতাংশে উন্নীত করা হবে।”
এর আগের দিনও তিনি সতর্ক করে বলেন, গ্রিনল্যান্ড বিক্রির পথে যেসব ইউরোপীয় দেশ বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করা হবে।
ডেনমার্কের অধীনস্থ গ্রিনল্যান্ড একটি বিশাল স্বায়ত্ত্বশাসিত আর্কটিক অঞ্চল। বরফে আচ্ছাদিত এই ভূখণ্ড প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন।
ইউরোপের দেশগুলো বলছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ডেনমার্কের। ইতোমধ্যে দেশটি ইউরোপীয় মিত্রদের সেনা নিয়ে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
তবে মার্কিন প্রেসিডেন্টের দপ্তরের দাবি, ইউরোপীয় দেশগুলো সেখানে সেনা বাড়ালেও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।
এদিকে শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমে আসে। বিক্ষোভকারীরা ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’ এবং ‘আমরাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করব’—এমন স্লোগান দেন।