নাইজেরিয়ায় স্কুলে আগুন, প্রাণ গেল ১৭ শিশু শিক্ষার্থীর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ AM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ AM

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ইসলামিক স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৭ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জামফারা রাজ্যের কাওরান নামোদা শহরের ওই স্কুলের আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে একটি বাড়িতে আগুন লাগার পর তা স্কুলে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার সময় ১০-১৬ বছর বয়সী শিশুরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। তবে ততক্ষণে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি করে ফেলেছিল।
আরো পড়ুন: এনটিআরসিএ’র জনবল নিয়োগে দ্বৈত নীতির পরিবর্তন আসছে
পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার বলেছেন, বুধবার বিকেলে মৃত শিশুদের দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ইয়াহায়া মাহি বিবিসি হাউসাকে বলেন, স্কুলের অবস্থানের কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়েছিল। তিনি বলেন, যদিও দমকলকর্মীরা সময়মতো চলে আসত, তবে বাড়ির দিকে যাওয়ার রাস্তা সরু হওয়ায় বাড়িতে পৌঁছানো কঠিন ছিল।
আরো পড়ুন: রাবির ভর্তি আবেদন শেষ, ফি দেওয়া যাবে আজও
স্থানীয় কর্মকর্তা মান্নির হায়দারা জানিয়েছেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে অন্যান্য ইসলামিক স্কুল পরিদর্শন করা হবে। তিনি বলেন, ‘আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।