সার্বিয়ায় রেলস্টেশনের ছাউনি ধসে নিহত ১৪

চাপা পড়া দুজনকে উদ্ধারের চেষ্টা
চাপা পড়া দুজনকে উদ্ধারের চেষ্টা  © সংগৃহীত

সার্বিয়ার উত্তরাঞ্চলের একটি রেলস্টেশনের ছাউনি ধসে পড়ে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এবিসি নিউজ

সার্বিয়ার স্বরাষ্টমন্ত্রী আইভিকা ডেসিক জানিয়েছেন, গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদের একটি রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, ধংসস্তুপের নিচে চাপা পড়েছে আরও দুইজন। তাদের  উদ্ধারে ৮০ জনেরও বেশি দমকল কর্মী এবং উদ্ধারকারী দল অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: উত্তর কোরিয়ার নতুন মিসাইল পরীক্ষা, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিন বছর ধরে মেরামতের পর চলতি বছরের জুলাইয়ে স্টেশনটি আবার চালু হয়। স্টেশনের ছাউনির নিচে ট্রেনের অপেক্ষায় অনেক লোক অবস্থান করছিলেন।

সার্বিয়ার রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্টেশনের কিছু অংশের নির্মাণকাজ এখনো চলছে। তবে ধসে পড়া যাত্রী ছাউনিটি মেরামতের অংশ ছিল না। তবে কী কারণে ছাউনি ধসে পড়েছে তা এখনো জানা যায়নি।

সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিক নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence