এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ডে এমপক্সের প্রাণঘাতী ধরন শণাক্ত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১২:২৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ১২:২৫ PM
এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ডে মাঙ্কিপক্স বা এমপক্সের নতুন প্রাণঘাতী ধরনের সংক্রমণ শণাক্ত হয়েছে। আফ্রিকা মহাদেশের বাইরে এমপক্স শনাক্ত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, এমপক্সে আক্রান্ত ব্যক্তি একজন ইউরোপিয়ান, যার বয়স ৬৬ বছর। তিনি গত ১৪ অগাস্ট আফ্রিকার একটি দেশ থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসেন। তবে আফ্রিকান দেশটির নাম জানা যায়নি।
তার দেহে এমপক্সের কিছু লক্ষণ দেখা দিলে তিনি সাথে সাথে হাসপাতালে যান। তখন জানা যায়, তিনি এমপক্সের নতুন ধরন ‘ক্লেইড ওয়ানবি’-তে আক্রান্ত হয়েছেন। থাইল্যান্ডে অবতরণ করার পর ৪৩ জন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। সবাইকে ২১ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে।
আরো পড়ুন: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা পাওয়া গেল বতসোয়ানায়
বিশ্বের ৪২টি দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে থাইল্যান্ড। তাদের থাইল্যান্ডে আসার ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। গত বছর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে এ রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে। এ পর্যন্ত সেখানে অন্তত ৪৫০ জন মানুষ এমপক্সে আক্রান্ত হয়ে মারা গেছে।