ভূমিকম্পে কেঁপে উঠল নিউইয়র্ক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৭:১৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সকালে হওয়া ৪.৮ মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী নিউ জার্সি অঙ্গরাজ্যে।
মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, নিউইয়র্কের ৪০ মাইল উত্তরের নিউ জার্সির লেবানন নামক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল।
শুক্রবার সকালে নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ কম্পন অনুভব করেন। ওই সময় অনেক বাড়ি ঘর কেঁপে ওঠে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এটি একটি ভূমিকম্প ছিল।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল মাইক্রো ব্লগিং সাইটে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক্সে লিখেছেন, ‘পূর্ব ম্যানহাটনে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে এবং এটি পুরো নিউইয়র্কে অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি নিরূপণ করছে আমার দল। আমরা এ ব্যাপারে সাধারণ মানুষকে আরও অবহিত করব।’
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ফিলাডেলফিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এবং লং আইল্যান্ড বরাবর পূর্ব দিকে ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন। [এএফপি]