এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় চীনের পিকিং ইউনিভার্সিটি

  © সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় চীনের পিকিং ইউনিভার্সিটি। এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের আছে ৭টি ও পাকিস্তানের আছে ২টি বিশ্ববিদ্যালয়।

অ্যাকাডেমিক খ্যাতিসম্পন্ন এশিয়ার ৮৫৬টি বিশ্ববিদ্যালয়কে তালিকায় অন্তর্ভুক্ত করে বুধবার অঞ্চলভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং প্রকাশ করেছে সংস্থাটি।

এবারের তালিকার এশিয়ার শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে চীনের রয়েছে ৪টি, হংকংয়ের ২টি, সিঙ্গাপুরের ২টি, দক্ষিণ কোরিয়ার ২টি। সেরা ১০টি ইউনিভার্সিটির মধ্যে যথাক্রমে চীনের পিকিং ইউনিভার্সিটি, হংকংয়ের দ্য ইউনিভার্সিটি অব হংকং, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলোজি ইউনিভার্সিটি, চীনের সিনহুয়া ইউনিভার্সিটি, চীনের ঝিজিয়াং ইউনিভার্সিটি, চীনের ফুদান ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়ার ইয়োনশে ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়ার কোরিয়া ইউনিভার্সিটি, দি চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং।   

ভারতের সেরা হিসেবে তালিকায় ৪০তম অবস্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বে এবং পাকিস্তানের সেরা ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি ইসলামাবাদের তালিকায় অবস্থান ৬৪তম।


সর্বশেষ সংবাদ