স্কুলছাত্রী ফারহানা যখন উপজেলা চেয়ারম্যান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৯:১২ AM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ০৯:১২ AM
জয়পুরহাটে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে এক ঘণ্টার জন্য দায়িত্ব পালন করেছে ফারহানা আফরীন সাথী। বৃহস্পতিবার (২ নভেম্বর) সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে দশম শ্রেণির এ শিক্ষার্থী প্রতীকী দায়িত্ব পালন করে। ইয়েস বাংলাদেশ ও ইয়ুথ ফর চেঞ্জ কন্যাশিশু দিবস উপলক্ষে ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় এ দায়িত্ব দেওয়া হয় তাকে।
উপজেলা চেয়ারম্যান এস এম সোলাইমান আলীর কাছ থেকে ফারহানা এ দায়িত্ব বুঝে নেয়। পরে প্রতিষ্ঠানের বিবরণ, প্রশাসনিক কাঠামো, চলমান উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কেও প্রতীকী চেয়ারম্যানকে জানান তিনি। পরিষদের বিভিন্ন দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনাও পরিদর্শন করে সে।
দায়িত্ব পালনকালে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রমের প্রশংসা করে ফারহানা। কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের শিক্ষার্থী ফারহানা। তার কথায়, কিছু সময়ের জন্য এ দায়িত্ব তার কাছে স্বপ্নের মতো লাগছে।
আরো পড়ুন: বন্ধু-বান্ধবীর ঝগড়া থামাতে গিয়ে ছুঁড়ে মারা গরম চায়ে আহত ৩ ছাত্র
ফারহানা জানায়, ভবিষ্যতে এমন চেয়ারে বসতে সবকিছু করবে সে। প্রধানমন্ত্রী একজন নারী হয়ে দেশ চালাতে পারলে কন্যাশিশুদের পিছিয়ে থাকার সুযোগ নেই। সবাই জীবনযুদ্ধে এগিয়ে যেতে উৎসাহ ও সহযোগিতা পেলে নারীরাও বড় পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী ফারহানার মাধ্যমে সবাইকে মুক্তমনা হিসেবে বেড়ে উঠে সর্বোচ্চ পদগুলোতে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে কন্যাশিশুরা উৎসাহিত হওয়ার পাশাপাশি স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ হবে।