বিশ্বের সর্বকনিষ্ঠ ভিডিওগেম ডেভেলপার খুদে শিক্ষার্থী সিমর

সিমর খুরানা
সিমর খুরানা  © সংগৃহীত

ভিডিও গেম তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখিয়েছে খুদে শিক্ষার্থী সিমর খুরানা। বয়স মাত্র ৬ অথচ এ বয়সেই তৈরী করেছেন তার প্রথম ভিডিও গেম। কানাডার অন্টারিওতে থাকে সে। ছোট বয়সেই কোডিং শেখা শুরু তার। সপ্তাহের তিন দিন ক্লাসে কোডিং শিখে সে। এ বয়সে কোডিং শেখা দেখে অনেকে অবাক হয়েছিলেন। এ বয়সে কম্পিউটার প্রোগ্রামিংয়ের জগতে তার যাত্রাও অনেকের পক্ষে বিশ্বাস করা কঠিন ছিল।

তার বাবা পরেশ খুরানা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেছেন, ‘আমার মনে হয়েছিল সে স্বাভাবিকভাবেই কোডিং ও এক্সেলে ভালো করবে তার দক্ষতার জন্য। তাকে আমি একটি ডেমো কোডিং ক্লাসে পাঠিয়েছিলাম। সে ক্লাস খুব পছন্দ করেছিল।ইউটিউবে ভিডিও দেখে সিমর নিজেই অঙ্ক শিখেছে। কিন্ডারগার্ডেনে পড়ার সময় সে গ্রেড থ্রি’র অঙ্ক করতে পারত। সে নিজে যা পেত, তা দিয়ে নানা ধরনের গেম তৈরি করত। অনেক সময় পুরোনো কাগজ দিয়েও শিল্পকর্ম তৈরি করত।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন প্রধানমন্ত্রী

সিমরের তৈরী প্রথম গেমটি ছিল ‘হেলদি ফুড চ্যালেঞ্জ’। সে এ গেমের ধারণা পায় যখন চিকিৎসক তাকে জাঙ্ক ফুড খেতে বারণ করেছিলেন। খুদে গেমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলে, ‘ডাক্তার আমাকে বলেছে স্বাস্থ্যকর খাবার খেতে। তাই আমি স্বাস্থ্যকর খাবার এবং জাঙ্ক ফুড নিয়ে একটি গেম তৈরি করে ফেলি।’

সিমর খুরানা তার মতো শিশুদের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর খাবারের পার্থক্য শেখাতে সাহায্য করতে চায়। একই সঙ্গে কেন জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়, সে সম্পর্কেও সচেতন করে তুলতে চায় শিশুশিক্ষার্থীদের।


সর্বশেষ সংবাদ