অমুসলিম হয়েও রমজানে রোজা রাখেন ডা. জেরামি উমালি

অমুসলিম হয়েও রমজানের রোজা রাখেন ডা. জেরামি উমালি
অমুসলিম হয়েও রমজানের রোজা রাখেন ডা. জেরামি উমালি  © সংগৃহীত

গত বৃহস্পতিবার থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কিছু দেশে শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্রতম মাস রমজান। রহমতের এই এক মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সবধরনের পানাহার এবং খারাপ কাজ থেকে বিরত থাকবেন রোজাদাররা। মুসলিমদের শত শত বছরের এই নিয়মকে সম্মান জানাতে মুসলিম না হয়েও ১২ বছর ধরে প্রতি রমজানে রোজা পালন করছেন ফিলিপীন বংশোদ্ভোত ডা. জেরামি উমালি।  

গত চার বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন তিনি। এর আগে আট বছর ছিলেন সৌদি আরবে।দীর্ঘদিন মুসলিম দেশে থাকায় মুসলিম রীতিনীতি ভালোভাবে রপ্তসহ অভ্যাস-আচরণেও এসেছে পরিবর্তন এসছে ডা. জেরামি উমালির।

খালিজ টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডা. উমালি জানিয়েছেন, সৌদি আরবে ডেন্টিস্টের কাজ করতেন তিনি। শুরুর দিকে বুঝতে পারতেন না, সৌদির লোকেরা দিনের একটি নির্দিষ্ট সময় কেন কিছু খান না। কিন্তু কিছুদিন পরই রোজা রাখার কারণ ও এর উপকারিতার প্রশংসা করতে শুরু করেন এ চিকিৎসক।

তিনি বলেন, আমি যখন সৌদি আরবে ডেন্টিস্ট হিসেবে কাজ করতাম, তখন দেখতাম, আশপাশের মুসলিম সহকর্মীরা (রমজানে) খাবার ও পানীয় থেকে বিরত থাকে। আমি প্রথমে আশ্চর্য হতাম। কিন্তু দ্রুতই এই রীতি সম্পর্কে জেনে যাই।

রোজা রাখার অভ্যাস প্রসঙ্গে ডা. উমালি বলেন, সৌদি আরবে আট বছর কাজ করার পর আমি ২০১৯ সালে আমিরাতে আসি। কিন্তু এখানে এসেও আমি রোজা রাখা চালিয়ে গেছি।

আরও পড়ুন: ৫০ টাকায় আট পদের ইফতার জবি শিক্ষার্থীদের জন্য।

খ্রিষ্টান ধর্মানুসারী হয়েও ১২ বছর ধরে প্রতি রমজানে মুসলিমদের মতো রোজা রাখছেন তিনি। দীর্ঘদিন রোজা পালন করতে থাকায় এটি এখন অভ্যাসে পরিণত হয়েছে তার।

খ্রিষ্টান ধর্মানুসারী ডা. উমালি বলেন, আমি রমজানে ৩০ দিনই রোজা রাখি। যথাসম্ভব পানি পান থেকে বিরত থাকি। গত তিন বছর রমজানের সময় প্রায়ই লেন্টের সঙ্গে মিলে যাচ্ছে। লেন্ট চলাকালে অনেক খ্রিষ্টান ধর্মানুসারী উপবাস করেন। এটিকে ‘লেন্টেন স্যাক্রিফাইস’ বলা হয়।

তিনি বলেন, রমজান মাস হলো নিজের উন্নতি, উদারতা ও আধ্যাত্মিকতার জন্য একটি বিশেষ সময়। তবে এটি মানুষের স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি ওজন কমাতে সাহায্য করে এবং সামগ্রিক ফিটনেসের উন্নতি ঘটায়। এটি মুসলিম বন্ধু ও সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং বন্ধুত্বও বাড়িয়ে দেয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence