জাতীয় জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় ঢাবি শিক্ষার্থী অবনিকার
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪১ AM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৯:০৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী অবনিকা হাসান সম্প্রতি ৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা–২০২৫-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অংশগ্রহণ করে –৭৮ কেজি একক ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছেন।
জানা গেছে, অবনিকা হাসান প্রতিযোগিতায় পরপর তিনটি নকআউট ম্যাচ জিতে ফাইনাল রাউন্ডে পৌঁছান। ফাইনালে তিনি বাংলাদেশ আনসারের শক্তিশালী খেলোয়াড় সালমা খাতুনকে পরাজিত করে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
আরও জানা যায়, অবনিকা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি জুডোতে ২য় ড্যান ব্ল্যাক বেল্ট অর্জন করেন, বিকেএসপি কাপ আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেন এবং “স্পোর্টস ফর টুমরো জাপান কাপ”-এ স্বর্ণপদক অর্জনসহ বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ পদক লাভ করেছেন।
আরও পড়ুন: শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান শিবিরের
জাতীয় জুডো প্রতিযোগিতায় সাফল্যের অনুভুতি প্রকাশ করে অবনিকা বলেন, জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করতে পারা আমার জন্য একটি সম্মান। এই অর্জন শুধু আমার একার নয়; আমার কোচ, পরিবার, টিম, সহযোদ্ধা এবং যারা আমাকে উৎসাহ দিয়েছে— তাদের সবার সম্মিলিত সহযোগিতার ফল।
তিনি আরও বলেন, এই সাফল্য আমাকে ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করেছে। আমি দেশকে আরো গর্বিত করার চেষ্টা চালিয়ে যাব এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।