আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন জাবি শিক্ষার্থী নুসরাত

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ PM
নুসরাত জাহান লোপা

নুসরাত জাহান লোপা © সংগৃহীত

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান প্রতিযোগিতায় (আইএএসি) প্রথমবারের মতো গোল্ড মেডেলসহ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নুসরাত জাহান লোপা। এর আগে গত বছর আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান প্রতিযোগিতায় তিনি ব্রোঞ্জপদক অর্জন করেছিলেন।

নুসরাত জাহান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী। তিনি জাবি অ্যাস্ট্রোনমি ক্লাবের গবেষণা ও প্রকল্প টিমের সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছেন। 

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান (আইএএসি) এবারের প্রতিযোগিতায় জাবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অনন্য সাফল্য অর্জন করেছেন। নুসরাত ছাড়াও এই প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ৭ জন সিলভার এবং ২৪ জন ব্রোঞ্জপদক পেয়েছেন। এ ছাড়া সেরা ফাইনালিস্ট সুপারভিশনের জন্য শিক্ষক অ্যাওয়ার্ড পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রাসেল হোসেন ও অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড পেয়েছেন ৫০তম ব্যাচের শিক্ষার্থী এম এ সাইফ।

পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. সালাহউদ্দিন এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছে। তাদের এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। আমরা আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাই।’

আরও পড়ুন: অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ফল স্থগিত করে পুনরায় ভোট চায় সাদা দল

নিজের অভিজ্ঞতা জানিয়ে নুসরাত জাহান বলেন, ‘২০২৪ সালে প্রথমবারের মতো আমি আইএএসির সঙ্গে পরিচিত হই এবং গতবারই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। সেটি ছিল আমার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। তবে আমাদের বড় ভাই-আপুরা যেভাবে সাপোর্ট ও গাইড করেছিলেন, তাতে এক মুহূর্তের জন্যও মনে হয়নি আমি এখানে নতুন। গতবার আমি ব্রোঞ্জ পদক অর্জন করেছিলাম। কিন্তু আমি থেমে যাইনি। নিজের ইচ্ছাশক্তিকে আরও দৃঢ় করেছি এবং আরও ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। যার ধারাবাহিকতায় ২০২৫ সালেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আমার বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড (গোল্ড) অর্জন করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সবার অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এক অসাধারণ সাফল্য। সকলের অবদানে আমাদের এই অর্জন। বিশেষ করে পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ফান্ড প্রদান করা ও অনুপ্রাণিত করা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞ।’

উল্লেখ্য, আইএএসি হলো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি অনলাইনভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করা এবং তাদের মেধা বিকাশের সুযোগ করে দেওয়া।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান বিএনপির
  • ১৫ জানুয়ারি ২০২৬
নানা উপায়ে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে, বিতর্কিত নির…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বছরের শুরুতেই আবেদনযোগ্য ৩টি আন্তর্জাতিক স্কলারশিপ
  • ১৫ জানুয়ারি ২০২৬
ঢাবির বাসে সাত কলেজের হামলা, আহত ৭
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি জানাল বিএনপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9