পর্দা নামলো জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৮:০২ PM
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫-এর। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি, বয়সভিত্তিক বিভাগে বিজয়ী ও রানার-আপ খেলোয়াড়দের আকর্ষণীয় গিফট ভাউচার দেওয়া হয়।
এবারের আসরে দেশের বিভিন্ন জেলা ও ক্লাব থেকে প্রায় ১৮০ জন ছেলে-মেয়ে খেলোয়াড় অংশগ্রহণ করেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো দর্শকদের মন জয় করে নেয়। আয়োজকরা জানান, স্কোয়াশের মতো স্বল্প পরিচিত খেলা এখন নতুন আঙ্গিকে জনপ্রিয়তা অর্জন করছে এবং তরুণ প্রজন্মের আগ্রহও দিন দিন বাড়ছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাব-উল আলমসহ উর্মী গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব.)-সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র নির্বাহী পরিচালক মেজর মোহাসিন করিম (অব:) ও আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিপুলসংখ্যক খেলোয়াড় ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বেলুন উড়িয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উদ্বোধন করেছিলেন।
চূড়ান্ত ফলাফল নিম্নরূপ:
মেয়েদের শাখায়: অনূর্ধ্ব-১৩ গ্রুপ:
চ্যাম্পিয়ন: আরিকা সুলতানা, বিএএফ শাহীন স্কুল
রানারআপ: ইয়ারা সুলতানা, ভাষানটেক স্কুল
তৃতীয়: ইস্পিতা, ভাষানটেক স্কুল
অনূর্ধ্ব-১৫ গ্রুপ:
চ্যাম্পিয়ন: মায়ানুর, কালশী ইসলামীয়া স্কুল
রানারআপ: পূজা রানি, কালা চাঁদপুর স্কুল
তৃতীয়: উম্মে অপসরা, গোল্ডেন বাংলা স্কুল
উন্মুক্ত মহিলা গ্রুপ:
চ্যাম্পিয়ন: চাঁদনী সরকার, সেনাবাহিনী
রানারআপ: নাবিলা তাসনিম উর্মি, নির্ঝর পাবলিক স্কুল
তৃতীয়: মিশকাত জান্নাত মেঘনা, ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ
চতুর্থ: রিয়াজুল জান্নাত উর্দু, আইইউবি
পঞ্চম: নার্গিস আক্তার মাসুমা, সেনাবাহিনী
ছেলেদের শাখায়:
অনূর্ধ্ব-১৩ গ্রুপ:
চ্যাম্পিয়ন: মো. শাহরিয়ার নাফিজ, বিকেএসপি
রানারআপ: মো. মাহাবুব করিম, ঠাকুরগাঁও শাপলা প্রাথমিক বিদ্যালয়
তৃতীয়: ইসমাম, ভাষানটেক স্কুল
অনূর্ধ্ব-১৫ গ্রুপ:
চ্যাম্পিয়ন: মো: মেহেদী হাসান, বিকেএসপি
রানারআপ: মিফতাহুল আরাফ, বিকেএসপি
হাবিব করিম, ঠাকুরগাঁও জামুরিপাড়া মাধ্যমিক বিদ্যালয়
মেম্বার গ্রুপ: ক্লাব মেম্বর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য
চ্যাম্পিয়ন: চট্টগ্রাম ক্লাবের ফজলে ওয়ালী
রানারআপ: ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মো. রায়হান
তৃতীয়: লে. কর্ণেল সামস, সেনাবাহিনী
পুরুষ-উন্মুক্ত গ্রুপ:
চ্যাম্পিয়ন: সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাৎ হোসেন
রানারআপ: উত্তরা ক্লাবের মো. সুমন
তৃতীয়: সৈনিক আপন, সেনাবাহিনী
চতুর্থ: সাইমুন, বিকেএসপি
পঞ্চম: সেনাবাহিনীর সৈনিক আজিজুল হক
ষষ্ঠ: সেনাবাহিনীর সার্জেন রনি দেব নাথ
সপ্তম: ল্যা. কর্পোরাল মাসুম আহম্মদ
অষ্টম: বিকেএসপির আমিনুল ইসলাম আসিক
বিশেষ পুরস্কার: ঢাকা স্কোয়াশ একাডেমির জিহাদ