বিপিএলে থাকবে বরিশাল, খেলবেন তামিমও, তবে…
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৩০ PM
গত কয়েকদিন ধরেই গুঞ্জন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে থাকছে না সবশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তবে এবার জানা গেল, বিষয়টি সত্য নয়। দলটির মালিক মিজানুর রহমান দাবি করলেন, সবকিছু মিলে গেলেই বিপিএলে থাকবেন তারা। এছাড়া তামিম ইকবালের খেলার ব্যাপারেও আশাবাদী তিনি।
তামিমের খেলা ক্রিকবাজকে মিজান বলেন, 'আমি মনে করি না এমন কোনো বিষয় আছে (তামিম বিপিএলে খেলবে না) এবং আমার মনে হয় সে স্বাভাবিক খেলা সম্পর্কে (ক্রিকেট বর্জন) বলেছিল। যদি বিপিএল হয়, তবে আমি তাকে খেলার জন্য অনুরোধ করব এবং আমার মনে হয়, বরিশাল খেললে সে খেলবে।'
মূলত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পরপরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন নিয়ে নড়েচড়ে বসেন নবনির্বাচিত কমিটির পরিচালকরা। নতুন পরিচালনা পর্ষদের সভা শেষে ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের ১২তম আসর আয়োজন করতে চান তারা।
ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে জোর চেষ্টা চালাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। বিপিএল আয়োজনে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। অবশ্য, এখনও তাদের কোনো অগ্রগতিই চোখে পড়েনি।
এদিকে বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য 'এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট' আহ্বান করেছিল বিসিবি। যেখানে ১০টি অঞ্চলে ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার কথা জানানো হয়। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ক্রাইটেরিয়া পূরণে সক্ষম, এমন পাঁচটি (সম্ভাব্য) প্রতিষ্ঠানকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা দিতে চায় বিসিবি।
বিপিএল আয়োজনে সময় স্বল্পতা প্রসঙ্গে মিজান বলেন, 'আমাদের যদি খেলোয়াড় থাকে, তবুও আমাদের (খেলোয়াড়) কেনার জন্য প্রয়োজনীয় তহবিল এবং অন্যান্য প্রস্তুতি নিশ্চিত করে তাদের আনতে হবে। এই এক বা দেড় মাসের মধ্যে আমরা ২৪ ঘণ্টা কাজ করলেও তা করতে পারব না। আমি একটি ভিন্ন স্লটের জন্য অনুরোধ করেছি এবং এখন দেখা যাক, তারা কী বলে।'