তিন বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে বিটাক, সহায়তা করবে কর্মসংস্থানে

০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ AM
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) © লোগো

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বগুড়া কেন্দ্রে সিএনসি মেশিনিং সেন্টার অপারেশন এন্ড প্র্যাকটিস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স ও অ্যাডভান্সড ওয়েল্ডিং টেডে কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনবলের অভাব এবং ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে দরিদ্র নারী উপজাতি ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে তাদের উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে সরকারের এ প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিটাকের (বগুড়া) অতিরিক্ত পরিচালক মোঃ সালাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনবলের অভাব এবং ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে অর্থ মন্ত্রণালয়েরর স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপেটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এআইসিআইপি) আওতায় শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বগুড়া কেন্দ্রে দরিদ্র নারী উপজাতি ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করে একযোগে সিএনসি মেশিনিং সেন্টার অপারেশন এন্ড প্র্যাকটিস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স ও অ্যাডভান্সড ওয়েল্ডিং টেডে কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সফলভাবে প্রশিক্ষণ সমাপনান্তে প্রশিক্ষণার্থীগণ-কে শিল্প কারখানায় কর্মসংস্থানের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

আরও পড়ুন: সংশোধিত বদলি নীতিমালা জারি কবে, যা বলছে মন্ত্রণালয়

এতে আরও বলা হয়, আগ্রহী প্রার্থীগণকে ভর্তি ফরম সংগ্রহের জন্য বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বগুড়া কেন্দ্রের প্রশিক্ষণ শাখায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে অথবা ভর্তি ফরম ফেসবুক https://www.facebook.com/bitachq এবং ওয়েব সাইট www.bitac.gov.bd থেকে ডাউনলোড করা যাবে (আবেদনপত্র ডাকযোগে পাঠানো যাবে)। উল্লেখ্য যে, ইতোপূর্বে যারা SICIP প্রকল্পের যে কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।

এ প্রশিক্ষণে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়।

দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬
চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৩ জানুয়ারি ২০২৬