ইউআইইউ শিক্ষকদের ‘আউটকাম-বেসড এডুকেশন’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৬ নভেম্বর ২০২৫, ০৬:০৩ PM
‘আউটকাম-বেসড এডুকেশন’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে

‘আউটকাম-বেসড এডুকেশন’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসওএসই) অনুষদ শিক্ষকদের জন্য আউটকাম-বেসড এডুকেশন (ওবিই) -এর উপর দিনব্যাপী একটি প্রশিক্ষণ গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের লক্ষ্য আউটকাম-বেসড এডুকেশন (ওবিই) বাস্তবায়নে অনুষদ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষার ফলাফল বিশ্বের স্বীকৃতির মানদন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ক্যারিকুলাম শিক্ষার্থীবাদ্ধব নিশ্চিত করা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি’র (আইইউটি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. তারেক উদ্দিন, পিইএনজি। প্রশিক্ষণ পরিচালনা করেন- ইউআইইউ স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. খালেদ মাসুকুর রহমান, সিএসই বিভাগের প্রফেসর ড. এ. কে. এম মুজাহিদুল ইসলাম, ইইই বিভাগের  অ্যাসোসিয়েট প্রফেসর ড. সাদিদ মুনির। প্রশিক্ষকগন তাদের আলোচনায় ওবিই- এর দর্শন, কোর্স এবং প্রোগ্রামের আউটকাম, জটিল প্রকৌশল সমস্যা, ওবিই’র উপর ভিত্তি করে শিক্ষণ ও শিক্ষার মূল্যায়ন পদ্ধতি এবং ইউআইইউ’র ইউক্যাম একাডেমিক ডিজিটাল ব্যবস্থাপনায় ওবিই’র ব্যবহারের বিষয় গুলো তুলে ধরেন। 

সম্মানিত অতিথি তার বক্তৃতায় বর্তমান শিক্ষা কাঠামোতে আউটকাম-বেসড এডুকেশন’র (ওবিই) অন্তর্নিহিত নীতি এবং গুরুত্ব বিষয় বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও বলেন যে, ওবিই একটি ঐতিহ্যবাহী, বিষয়বস্তু-কেন্দ্রিক শিক্ষা থেকে কর্মক্ষমতা-ভিত্তিক শিক্ষায় রূপান্তরকে চিহ্নিত করে যা শিক্ষার্থীরা আসলে শিক্ষতে পারে তা মূল্যায়ন করে। আলোচনার শেষের দিকে তিনি-  ওয়াশিংটন অ্যাকর্ড এবং বিএইটিই অ্যাক্রিডিটেশন’র মতো আন্তর্জাতিক মানদন্ডে ওবিই’র তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ইউআইইউ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল’র (আইকিউএসি) পরিচালক ড. মফিজুল হক মাসুম, এফসিএমএ বলেন- এই প্রশিক্ষণটি ইউআইইউ শিক্ষকদের মান উন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থী-কেন্দ্রিক উচ্চশিক্ষার উন্নয়নে দৃঢ়তার সহিত কাজ করবে।

উক্ত প্রশিক্ষণের মাধ্যমে ইউআইইউ’র শিক্ষাগত উৎকর্ষতা বৃদ্ধি করা এবং অনুষদের শিক্ষকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে জাতীয় ও বিশ্বব্যাপী শিক্ষিত ও দক্ষ শিক্ষার্থী প্রস্তুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেবে।

দশম শ্রেণির ছাত্র শাওন হত্যায় দুই সহপাঠী আটক
  • ০১ জানুয়ারি ২০২৬
বসুন্ধরা এলাকায় ‘মব’ সৃষ্টি করে আইনজীবীকে পিটিয়ে হত্যার অভি…
  • ০১ জানুয়ারি ২০২৬
মায়ের পথচলা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • ০১ জানুয়ারি ২০২৬
পটুয়াখালী জেলা পরিষদে চাকরি, আবেদন শেষ ১১ জানুয়ারি
  • ০১ জানুয়ারি ২০২৬
এনসিপি থেকে আরেক নেতার পদত্যাগ 
  • ০১ জানুয়ারি ২০২৬
ফুটবল-ক্রিকেট বিশ্বকাপসহ ২০২৬ সালে যত খেলা
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!