ভাষা প্রশিক্ষক নিয়োগ দেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, পদ ১২৪, আবেদন শেষ ৮ ডিসেম্বর

অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ আবেদন চলছে বিএমইটিতে
অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ আবেদন চলছে বিএমইটিতে  © সংগৃহীত

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ৬টি ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগে আবেদনপত্র আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি ৬টি ভাষাকোর্স পরিচালনার জন্য মোট ১২৪ প্রশিক্ষক নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। বিএমইটির নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি)/কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি)/ শিক্ষানবিশি প্রশিক্ষণ দপ্তরগুলোয় প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি);

পদের নাম: অতিথি ভাষা প্রশিক্ষক;

১. কোর্সের নাম: জাপানিজ;

পদসংখ্যা: ৫১টি;

আবেদনের যোগ্যতা—

*ন্যূনতম এইচএসসি/সমমান পাসসহ জাপানিজ ভাষাগত দক্ষতায় JLPT N3/সমমান লেভেল পাস হতে হবে;

*জাপানে ৩ বছরের অধিক সময় অবস্থানকারীরা বা স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে ৩ বছরের অধিক সময় জাপানিজ ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৭, আবেদন এইচএসসি পাসেও

২. কোর্সের নাম: কোরিয়ান;

পদসংখ্যা: ১টি;

আবেদনের যোগ্যতা—

*ন্যূনতম এইচএসসি/সমমান পাসসহ কোরিয়ান ভাষাগত দক্ষতা পরীক্ষায় TOPIK Level-3/সমমান পাস হতে হবে;

*কোরিয়ায় ৩ বছরের অধিক সময় অবস্থানকারীরা বা স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে ৩ বছরের অধিক সময় কোরিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

৩. কোর্সের নাম: ইংরেজি;

পদসংখ্যা: ৩১টি;

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি ভাষাভাষী দেশে ৩ বছরের অধিক সময় অবস্থানকারীরা বা স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে ৩ বছরের অধিক সময় ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীরা অথবা, IELTS-এ ৬.৫ পয়েন্ট অর্জনকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগে, পদ ৮৯৭, নেবে কর্মকর্তা-কর্মচারী

৪. কোর্সের নাম: আরবি;

পদসংখ্যা: ২৬টি;

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে;

*আরবি ভাষাভাষী দেশে ৩ বছরের অধিক সময় অবস্থানকারীরা বা স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে ৩ বছরের অধিক সময় আরবি ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

৫. কোর্সের নাম: জার্মান;

পদসংখ্যা: ৭টি;

আবেদনের যোগ্যতা—

*অন্যূন এইচএসসি/সমমান পাস হতে হবে;

*জার্মান ভাষাগত দক্ষতার পরীক্ষায় ন্যূনতম Level-B1 পাস থাকতে হবে;

*জার্মানিতে ৩ বছর বা অধিক সময় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,

*স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে ৩ বছরের অধিক সময় জার্মান ভাষা প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন এইচএসসি পাসেই

৬. কোর্সের নাম: ইতালিয়ান;

পদসংখ্যা: ৮টি;

আবেদনের যোগ্যতা—

*অন্যূন এইচএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*ইতালিয়ান ভাষাগত দক্ষতার পরীক্ষায় ন্যূনতম Level-A2 পাস থাকতে হবে;

*ইতালিতে ৩ বছর বা অধিক সময় কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে ৩ বছরের অধিক সময় ইতালিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৯৬, আবেদন এসএসসি পাসেই

প্রার্থীর বয়স: ২২-৪৫ বছর (অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য);

বেতন: ঘণ্টাপ্রতি ৮০০ টাকা;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণের পর আবেদনপত্রের স্ক্যান কপি bmettrs@gmail.com ঠিকানায় ই-মেইলে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ ডিসেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অফিশিয়াল ওয়েবসাইট


সর্বশেষ সংবাদ