এইচএসসির ২৩ বিষয়ের প্রশ্ন তৈরির জন্য শিক্ষক চেয়ে চিঠি, দেওয়া হবে প্রশিক্ষণ

লোগো
লোগো  © সংগৃহীত ছবি

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণেতা (সেটার) ও পরিশোধনকারী (মডারেটর) তৈরির লক্ষ্যে দেশব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এই প্রশিক্ষণ কার্যক্রমের দায়িত্ব পালন করবে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট। সম্প্রতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি শিক্ষা বোর্ড গুলোর চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট বোর্ডগুলোকে পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, প্রশিক্ষণের জন্য বাংলা প্রথম পত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, উচ্চতর গণিত, আইসিটি, কৃষি শিক্ষা, অর্থনীতি, যুক্তিবিদ্যা, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞানসহ মোট ২৩টি বিষয়ে শিক্ষক নির্বাচিত করা হবে। এর মধ্যে বাংলা প্রথম পত্র ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৪ জন করে এবং অন্যান্য প্রতিটি বিষয়ে ৮ জন করে শিক্ষক মনোনীত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সাউন্ড গ্রেনেডে নয়, অসুস্থতার জন্য মারা গেছেন প্রাথমিকের সহকারী শিক্ষিকা ফাতেমা: গণশিক্ষা উপদেষ্টা

চিঠিতে মনোনয়নপ্রাপ্ত শিক্ষকদের জন্য বেশ কিছু যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত কমপক্ষে দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ অর্জন, সংশ্লিষ্ট বিষয়ে অন্তত পাঁচ বছরের পাঠদানের অভিজ্ঞতা এবং কলেজ পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নে অভিজ্ঞতা। পাশাপাশি মনোনয়নযোগ্য শিক্ষকের চাকরিজীবনে ন্যূনতম ১০ বছর অবশিষ্ট থাকতে হবে। তবে পূর্বে ১২ দিনের সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এই কর্মসূচিতে মনোনয়ন পাবেন না।

শিক্ষকদের নামের তালিকা বোর্ডসমূহকে নির্ধারিত ছক অনুযায়ী প্রস্তুত করে আগামী ২০ কর্মদিবসের মধ্যে হার্ডকপি ও সফটকপি (Excel–Nikosh Format) আকারে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে controller@dhakaeducationboard.gov.bd
 ঠিকানায়।

চিঠিতে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের এসব নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ