জুম অ্যাপ ব্যবহার করে ক্লাস নেয়ার টিপস

  © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় বা স্কুলের শিক্ষকদের জন্য, যাঁরা অনলাইনে জুম (zoom) অ্যাপ দিয়ে ক্লাস নিতে শুরু করছেন, এই লেখাটি তাদের জন্য। স্প্রিং সেমিস্টারের শেষ অর্ধেকের ক্লাস আমি পড়িয়েছি পুরোই অনলাইনে। এর জন্য জুম (zoom) অ্যাপ ব্যবহার করেছি। এর ভিত্তিতে কিছু বেস্ট প্রাকটিস আমি ও আমার সহকর্মীরা বুঝতে পেরেছি। যার মধ্যে রয়েছে—

১) মাইক্রোফোন- ক্লাসের শুরুতে হোস্ট (শিক্ষক) বাদে সবার মাইক্রোফোন অফ (মিউট) করে রাখবেন।

২) ভিডিও- শিক্ষক বাদে সবার ভিডিও অফ। এমনকি শিক্ষকও প্রস্তুত হবার আগে ক্যামেরা অফ করে রাখবেন।

৩) অ্যানোটেশন/আঁকিবুকি- শিক্ষক বাদে সবার আঁকিবুকি (Annotation) বন্ধ। সেটিংস এ গেলেই এটা করতে পারবেন।

৪) স্ক্রিন শেয়ার- যথারীতি, হোস্ট কেবল স্ক্রিন শেয়ার করতে পারবে, বাকিদেরটা ডিজেবল করে রাখতে হবে।

৫) প্রশ্ন করা- প্রশ্ন করার জন্য যুম এর রেইজ হ্যান্ড অপশনটা ব্যবহার করুন। কেউ হাত তুললে তার মাইক্রোফোন এনাবল করে প্রশ্ন শুনে নিন, তার মাইক্রোফোন ডিজেবল করে দিন আবার, তার পর প্রশ্নটা অন্য শিক্ষার্থীদের জন্য বলবেন।

৬) চ্যাট এর ব্যবহার- প্রশ্ন করার জন্য চ্যাট অপশনও ব্যবহার করা যায়।

৭) কুইজ- ক্লাসের মাঝে মাঝে পুরোটা সময় লেকচার না দিয়ে একটু পর পর ইন্টারঅ্যাকটিভ কিছু রাখতে হবে। যেমন, একেকটা টপিক বলা হলে তার পরে পরেই সেটার উপরে কিছু প্রশ্ন রাখুন। প্রশ্নগুলো ক্লাসের আগেই সেট করে রাখা যায়। কুইজ আকারের এমসিকিউ হিসাবে। এগুলো যে গ্রেডেড না তা আগে বলে দিয়েন, তাতে শিক্ষার্থীরা নির্ভয়ে জবাব দিতে পারবে।

৮) ক্লাসে উপস্থিতি যাচাই করা যায় মিটিং রিপোর্ট থেকে। অ্যাটেন্ডেন্স সেভাবে নিন।

৯) ক্লাসের ভিডিও লোকালি বা ক্লাউডে দুইখানেই রেকর্ড করা যায়। ক্লাউডে করলে ভাল, কারণ সেই ক্ষেত্রে লোকাল রেকর্ডিং এর নানা ঝামেলা এড়ানো যায়।

১০) শিক্ষক যিনি তাঁকে প্রেজেন্টেবল হয়ে (মানে পোষাকের দিক থেকে) স্ক্রিনে আসা ভাল। কারণ শিক্ষার্থীরা আশা করে যে শিক্ষক আসল ক্লাসে যেভাবে আসবেন সেভাবেই ভিডিওতে আসবেন। কাজেই ঘরের পোষাকে না আসা ভাল।

১১) শিক্ষকের সাইডে ভাল মাইক্রোফোন ব্যবহার করেন। অথবা হেডসেট। ল্যাপটপ বা কম্পিউটার মাইক্রোফোনে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে।

১২) যুম এর ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা ভাল। তবে এর জন্য আপনার কম্পিউটারটি পুরানো হলে কাজ করবে না।

১৩) সবচেয়ে গুরুত্বপূর্ণ- দয়া করে ক্লাসের মিটিং এ অবশ্যই পাসওয়ার্ড সেট করে নিবেন। একেক ক্লাসের পাসওয়ার্ড একেকটা হলে ভাল যা সপ্তাহের শুরুতে জানিয়ে দিতে পারেন, বা মাসের শুরুতে। পাসওয়ার্ড না দিলে যুমবম্বিং এর শিকার হতে পারেন, ক্লাসে ঝামেলা করার জন্য কেউ ঢুকে পড়তে পারে।

১৪) সব রকমের লগিং এনাবল করে রাখবেন।

১৫) অনলাইনে অনেক ছাত্র-ছাত্রী অভ্যস্ত না। অনেকের রিয়াল টাইম অ্যাক্সেসও নাই। সেজন্য ক্লাস ভিডিও রেকর্ড করে সেটা শিক্ষার্থীদের সাথে শেয়ার করবেন অবশ্যই যাতে করে তারা পরে নেট অ্যাক্সেস পেলে দেখে নিতে পারে।

লেখক: সহযোগী অধ্যাপক, ইউনিভার্সিটি অফ অ্যালাবামা অ্যাট বার্মিংহাম, যুক্তরাষ্ট্র


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence