এনটিআরসিএর সামনে ১৮তম শিক্ষক নিবন্ধনে ফলবঞ্চিতদের অবস্থান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০১:১৮ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:১৮ PM
১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক (ভাইভা) পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনা ও সনদ প্রদানের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ফলবঞ্চিত প্রার্থীরা।
আজ রবিবার (১৫ জুন) সকাল থেকে এনটিআরসিএর কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেন।
এ সময় আন্দোলনকারীরা ‘আড়াই বছর ফেরত দে, নয়ত মোদের সনদ দে’, ‘মেধাবীরা রাস্তায় কেন, এনটিআরসিএ জবাব দে’, ‘লিখিত পাস, ভাইভা ফাঁদ—মেধাবী কেন গেল বাদ’, ‘আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ প্রভৃতি স্লোগানে এনটিআরসিএর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন।
আন্দোলনকারীরা জানান, ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অনেক মেধাবী প্রার্থী ভাইভা পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। তাদের অভিযোগ, ভাইভা প্রক্রিয়ায় অনিয়ম, পক্ষপাতিত্ব ও দুর্নীতির মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে।
প্রার্থীদের দাবি, প্রায় আড়াই বছর সময় ও শ্রম ব্যয় করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিক পরীক্ষায় অস্বচ্ছ প্রক্রিয়ায় অকৃতকার্য ঘোষণা করা হয়েছে অনেককে। এতে তারা মানসিক ও সামাজিকভাবে চরমভাবে বিপর্যস্ত।
আরও পড়ুন: রাবির প্রথমবর্ষের সাক্ষাৎকার ও ভর্তি শুরু সোমবার
আন্দোলনকারীরা আরও জানান, তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে দুবার সংবাদ সম্মেলন করেছেন। একাধিকবার অনুরোধ জানালেও এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
এদিকে আজ সকাল সাড়ে ১০টা আন্দোলনকারীদের সাত সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি প্রদানের জন্য এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকীর সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে এনটিআরসিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।