১৮তম নিবন্ধনের চূড়ান্ত ফল কবে—জানাল এনটিআরসিএ

এনটিআরসিএ
এনটিআরসিএ  © ফাইল ফটো

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। এ জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (২৮ মে) এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ঈদের আগে ১৮তম নিবন্ধনের ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার (৪ জুন) এ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে। তবে কোনো কারণে সেদিন ফল প্রকাশ করা সম্ভব না হলে ঈদের পর ফল প্রকাশিত হবে।’

জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশের লক্ষ্যে প্রার্থীদের প্রতিদিনের তথ্য প্রতিদিনই এন্ট্রি করা হচ্ছে। আগামী শনিবার ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হবে। এরপর সব তথ্য একত্রিত করে আগামী সপ্তাহে ফলাফল প্রকাশ করা হতে পারে।

তথ্যমতে ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। ২০২৪ সালের ১৫ মার্চ এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৪ খ্রিষ্টাব্দে ১৪ অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ। এতে ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন রয়েছেন।

গত বছরের ১৪ অক্টোবর ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ।


সর্বশেষ সংবাদ