১৭তম’র সমস্যা সমাধানের আগে ১৮তমের ফল প্রকাশ করতে দেবেন না নিবন্ধনধারীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:৩৭ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৫:৪৫ PM
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ না পাওয়া ৭৩৯ জনের বিষয়ে সমাধান না করা পর্যন্ত ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত নিবন্ধনধারীরা। ১৮তম নিবন্ধনের ফল প্রকাশ করতে হলে তাদের রক্তের ওপর দিয়ে করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার (০৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সেখান থেকে এ ঘোষণা দেন ১৭তম আবেদনবঞ্চিত ফোরামের অন্যমত সংগঠক মো. ইউসুফ ইমন। এর আগে মঙ্গলবার সকাল থেকে এনটিআরসিএর কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও একবারও আবেদনের সুযোগ না পাওয়া নিবন্ধনধারীরা।
জানা গেছে, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে দীর্ঘদিন বন্ধ থাকে এ নিবন্ধনের কার্যক্রম। পরবর্তীতে প্রিলি, রিটেন এবং ভাইভা শেষ করে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ১৭তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
আরও পড়ুন: ১৭তম নিবন্ধনে উত্তীর্ণদের এনটিআরসিএ কার্যালয় অবরোধ
ভুক্তভোগী নিবন্ধনধারীদের অভিযোগ, এক বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে চার বছর লেগেছে। এর ফলে তাদের অনেকের বয়স শেষ হয়ে গেছে। বিষয়টি নিয়ে হাইকোর্টের রায় রয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরও তাদের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না। সে জন্য আজ তারা এনটিআরসিএ কার্যালয় অবরোধ করেছেন।