১৪ দলের নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে গণঅধিকার পরিষদের আবেদন

১২ মে ২০২৫, ০৫:৪৯ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:৪৯ PM
সিইসি এ এম এম নাসির উদ্দীনের কাছে আবেদন দিচ্ছেন গণঅধিকার পরিষদের নেতারা

সিইসি এ এম এম নাসির উদ্দীনের কাছে আবেদন দিচ্ছেন গণঅধিকার পরিষদের নেতারা © টিডিসি

আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের নেতৃত্বাধীন ১৪ দলের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। এ দাবিতে আজ সোমবার (১২ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের কাছে লিখিত আবেদন জমা দেয় দলটির একটি প্রতিনিধি দল।

আবেদন জমা শেষে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সচিব হাসান আল মামুন।

তিনি বলেন, ‘জুলাই গণহত্যায় সরাসরি জড়িত থাকা এবং ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি। তাদের জোটসঙ্গী জাতীয় পার্টিসহ ১৪ দলও গণহত্যায় সমর্থন জানিয়ে অপরাধে অংশ নিয়েছে। গত ১৬ বছরে আওয়ামী লীগ যে একদলীয় ফ্যাসিবাদী শাসন চালিয়েছে, তাতে জাতীয় পার্টিসহ জোটের অন্যান্য দলগুলো সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।’

তিনি আরও বলেন, ‘গত তিনটি একতরফা নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ১৪ দল ও জাতীয় পার্টি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসে অংশ নিয়েছে। গুম, ক্রসফায়ার, দুর্নীতি, ব্যাংক লুট, রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে এসব দল রাষ্ট্রদ্রোহীতায় লিপ্ত হয়েছে।’

আরও পড়ুন: সাত কলেজ অন্তর্বর্তী প্রশাসন পাচ্ছে চলতি সপ্তাহেই, শিগগিরই ভর্তি পরীক্ষা

গণঅধিকার পরিষদ তাদের আবেদনে উল্লেখ করেছে, ‘জনগণের প্রতি চরম বর্বরতা ও রাষ্ট্রীয় অপরাধের কারণে এই দলগুলোকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে নিবন্ধন বাতিল করা হোক। একইসঙ্গে তাদের যথাযথ আইনি শাস্তির আওতায় আনতে হবে।’

এ সময় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, যুগ্ম মহাসচিব মাহফুজুর রহমান খান, গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, দপ্তর সমন্বয়ক শাকিল উজ জামান, উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু এবং যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন উপস্থিত ছিলেন।

জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলো আরও এক বিশ্ববিদ্যালয়
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে অংশ নিতে পারবেন না জামায়াত প্রার্থী ফজলুল
  • ১২ জানুয়ারি ২০২৬
শত্রু দেশের ওপর নজরদারি করতে কৃত্রিম উপগ্রহ পাঠাল ভারত
  • ১২ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9