শহীদ বুদ্ধিজীবী দিবস
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৮:৪৮ AM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১, ০৯:৪৬ AM
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে তাদের পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। এরপর স্মৃতিসৌধের ফটক সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মোক্ত করে দেওয়া হয়।
আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাবিতে চলচ্চিত্র প্রদর্শনী
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব দল ও সংগঠনের নেতাকর্মীরাও মিরপুর ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলে পরিকল্পিতভাবে এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার মাত্র দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং এরপর বিশ্বের বুকে স্বাধীন-স্বার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাবিতে নানা কর্মসূচি
এদিকে, দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক দুটি বাণী দিয়েছেন। পাশাপাশি এ উপলেক্ষে ঘোষণা করা হয়েছে দিনব্যাপী জাতীয় কর্মসূচি।