© ফাইল ফটো
টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথ বলেছেন, বিভিন্ন ছবি ও ভিডিও মাধ্যমে যারা আমার ব্যাক্তি জীবনকে অসহনীয় করে দিয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তির ডিজিটাল নিরাপত্তা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, কথা দিলাম। গণমাধ্যমকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
শিপ্রা বলেন, আমি মনে করি আমার চরিত্র হননের চেষ্টার মাধ্যমে এদেশের বাইরে কাজ করা প্রতিটি নারীর প্রতি নিগৃহীত ও অপমান জনক আচরণ করা হয়েছে। কারণ, স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও একজন নারী। তিনি নিশ্চয়ই আমাদের নারীদের এই অবস্থানগত নিরাপত্তার দিকে দৃষ্টি দেবেন।
তিনি বলেন, আমি একজন ছাত্রী, পড়াশোনার পাশাপাশি কাজ করি। একটি স্বাধীন দেশে একজন নারীর কারও অধিকার হরণ করে নিজের পছন্দ মতো বেঁচে থাকার অধিকার কি নেই? আমি মেজর সিনহা হত্যার বিচার চেয়ে আমি ও আমার সহকর্মীদের চরিত্র হননের অপচেষ্টার বিচার চাই, আইনশৃঙ্খলা বাহিনীর সুনজর চাই। সেই সাথে দেশের সকল মানুষের নিরাপত্তার নিশ্চয়তা চাই।
সিনহা হত্যাকাণ্ডের দেড় বছর আগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের ছাত্রী শিপ্রা দেবনাথের সঙ্গে সিনহার পরিচয়। পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর এক পর্যায়ে ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি নির্মাণের সিদ্ধান্ত নেন তারা।
সেই পরিকল্পনা থেকে ‘জাস্ট গো’ নামে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ খুলে ডকুমেন্টারি নির্মাণ শুরু করেন। শুটিং ও এডিটিংয়ে সহায়তার জন্য সহপাঠী সাহেদুল ইসলাম সিফাত ও তাহসিন রিফাত নূরকে সঙ্গে নিয়ে চারজনের দল হয়ে জুলাইয়ের শুরুর দিকে কক্সবাজারে গিয়েছিলেন শিপ্রা-সিনহারা।
যমুনা টিভির সৌজন্যে দেখুন পুরো ভিডিও...