প্রধান উপদেষ্টার প্রতি সায়েরের ১০ অনুরোধ

০৬ আগস্ট ২০২৫, ১১:২৮ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
জুলকারনাইন সায়ের খান

জুলকারনাইন সায়ের খান © ফাইল ফটো

২০২৪ সালের ৫ আগস্ট। দুপুর গড়িয়ে বিকেলের দিকে টেলিভিশনের পর্দায় জাতির উদ্দেশে ভাষণ দিতে হাজির হন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তখনই স্পষ্ট হয়ে যায়, এক মাসেরও বেশি সময় ধরে চলা হাজারো মানুষের রক্তের বিনিময় আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দেশের প্রত্যন্ত প্রান্ত থেকে শুরু করে রাজধানীর প্রতিটি অলিতে-গলিতে ছড়িয়ে পড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে যাচ্ছেন শেখ হাসিনা।

গণমানুষের সেই পূর্বানুমান সত্যি প্রমাণিত হয় কিছুক্ষণ পর। দীর্ঘ ১৫ বছর ধরে রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনা পদত্যাগ করেন। দেশ ছাড়েন। গোপনে আশ্রয় নেন ভারতে। মুহূর্তেই জনতা নেমে আসে রাজপথে। মিছিল, স্লোগান, জয়ধ্বনিতে কাঁপে রাজধানী। বিজয়ের পতাকা হাতে তারা দখল নেয় গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, এমনকি জাতীয় সংসদ ভবনের মতো রাষ্ট্রীয় প্রতীকসমূহ। 

শেখ হাসিনার দেশত্যাগের তিনদিন পর, ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। লক্ষ্য ছিল জরুরি সংস্কার ও অবাধ নির্বাচনের প্রস্তুতি। সেই স্বৈরাচারমুক্ত বাংলাদেশের এক বছর পূর্ণ হয়েছে। নির্বাচনের তারিখও ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা কিন্তু এই আন্দোলনে যারা নেতৃত্ব ও সমর্থন দিয়েছেন ভবিষ্যৎে যেন তারা রাজনৈতিক প্রতিহিংসা ও হেনস্তার শিকার না হতে হয় সেই জন্য ইউরোপপ্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকারনাইন সায়ের খান প্রধান উপদেষ্টার প্রতি সায়েরের ১০ অনুরোধ জানান।

মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ দাবি গুলো উল্লেখ করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘স্বৈরাচার মুক্ত বাংলাদেশের এক বছর পূর্ণ হলো আজ, বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, ছোট-বড় ভূমিকা রেখেছেন, তাদের প্রত‍্যেককে বিনম্র শ্রদ্ধা।

‘পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি সদস্যকে ধন্যবাদ। হাজার প্রতিকূলতা সত্বেও আপনারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট সময়কাল প্রকাশ করেছেন।’

তিনি লেখেন, ‘সর্বজন শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতি আমার কিছু অনুরোধ—

১. আপনার সরকারের মেয়াদকালের মধ্যে, এমন একটি আইন প্রণয়ন করুন, যাতে ভবিষ্যতে জুলাই ২৪ বিপ্লবে নেতৃত্বদানকারী সকল ব্যক্তি এবং সমর্থকদের কোন প্রকারের রাজনৈতিক প্রতিহিংসা বা হেনস্থার সম্মুখীন হতে না হয়। আন্দোলনের শীর্ষ নেতৃত্বের জন্যে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করুন, অন্তত আগামী ২/৩ বছরের জন্য হলেও। 

২. রাজনৈতিক দলগুলোকে কারা আর্থিকভাবে সহায়তা প্রদান করে, সেটা জনসম্মুখে প্রকাশের বিধিবিধান নিশ্চিত করুন, যেন সাধারণ জনগণ এটা জানতে পারেন যে কোন (ব্যক্তি/প্রতিষ্ঠান/গোষ্ঠী) রাজনৈতিক দলগুলোকে অর্থায়ন করছে। 

৩. বাংলাদেশ হতে যে সকল দেশে সর্বোচ্চ পরিমাণ অর্থ পাচার হয়ে থাকে (সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিংগাপুর, তুরস্ক, সাইপ্রাস, মালয়েশিয়া, ইইউ, জার্সি আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ক‍্যাইমেন আইল্যান্ড, সকল ক‍্যারিবিয়ান রাষ্ট্রসমূহ) তাঁদের সাথে এমন দ্বিপাক্ষিক চুক্তি করুন যাতে বাংলাদেশে বসবাসকারী যেকোনো বাংলাদেশি নাগরিক সেসব দেশে কোন রকমের বিনিয়োগ (পাসপোর্ট/ গোল্ডেন ভিসা/ সম্পদে বিনিয়োগ/ ব্যবসা পরিচালনা) করতে হলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয়। 

৪. অতীতে কোনরকমের দুর্নীতি বা অনিয়মের রেকর্ড নেই এমন ব্যক্তি বা ব্যবসায়ী গোষ্ঠীর জন্যে বিদেশে যথাযথ মাধ্যমে বিনিয়োগের পথ উন্মোচন করুন, সেসকল বিনিয়োগে যেন বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত হয় সেটা হতে হবে অন‍্যতম প্রধান শর্ত। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসায় অর্জিত লভ্যাংশ বাংলাদেশে পুনঃবিনিয়োগের উপর রাজস্ব মওকুফ বা প্রণোদনা বিবেচনা করুন।

৫. গুরুত্বপূর্ণ বিভিন্ন বন্ধু রাষ্ট্রে 'বাংলাদেশ ট্রেড প্রমোশন এজেন্সি' প্রতিষ্ঠার রুপরেখা তৈরি করুন। 

৬. সামরিক বাহিনীসহ সকল নিরাপত্তা সংস্থায় রাজনৈতিক হস্তক্ষেপের পথ বন্ধ করুন। কর্ণেল টু লেঃজেনারেল পর্যন্ত পদোন্নতির বিষয়ে সামরিক বাহিনীর বোর্ডকেই সিদ্ধান্ত গ্রহণ করতে দিন। পুলিশের ক্ষেত্রেও একইরকম পদোন্নতি পর্ষদ গঠনে গুরুত্ব দিন। সেনাপ্রধান, আইজিপি. গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাচনে — সকল ফর্মেশন কমান্ডার, পিএসও এফডি, সিজিএস, এজিসহ প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরামর্শ সংযুক্ত/ পরামর্শ গ্রহণের প্রথা চালু করুন। 

একই সাথে ষান্মাসিক প্রতিটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ আমলাদের পারফরমেন্স রিপোর্ট প্রদানের প্রথা এবং অতীতে কোন রাজনৈতিক দলের প্রতি আনুগত্য রয়েছে এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সিভিল সোসাইটির মতামত গ্রহণের নিয়ম চালু করুন। 

৭. দেশের সকাল গোয়েন্দা সংস্থার জন্যে 'জনসম্পৃক্ততা' রয়েছে এমন সকল কার্যক্রম রিভিউ করার লক্ষ্যে একটি ওভারসাইট বোর্ড গঠনের পথ সুগম করুন, যেখানে সকল রাজনৈতিক দল, দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন এবং সিভিল সোসাইটির প্রতিনিধিত্ব থাকবে। 

৮. বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসারের সাধারণ পদবীর সদস‍্যদের বেতন-ভাতা বৃদ্ধি, পোষ‍্যদের যথাযথ শিক্ষা ও চিকিৎসা, এবং বাস্তবতা বিবেচনায় রেশন ও অন্যান্য সুবিধাদি পর্যালোচনা করে আগামী সরকারের জন্যে সুপারিশ সমূহ প্রণয়ন করে তা পাবলিকলি প্রকাশ করুন। 

৯. গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ প্রচারে মালিক পক্ষের হস্তক্ষেপ নিয়ন্ত্রণ, প্রতিটি মিডিয়া হাউজের এডিটোরিয়াল পলিসি পাবলিকলি প্রকাশ, সর্বোপরি — সাংবাদিক ও হুইসেল ব্লোয়ারদের নিরাপত্তা নিশ্চিতে সুস্পষ্ট নীতিমালা উপস্থাপন করুন। 

১০. রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় যেসকল আলেম, সকল ধর্মের ব্যক্তিত্ব আটক রয়েছেন, তাঁদের মুক্তির ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। 

সবশেষে তিনি লেখেন, ‘ব্যাস এতটুকুই আমার আপনার কাছে বিনীত আবেদন।’

মাহফুজ আলমের ভাইকে রামগঞ্জে এনসিপির প্রার্থী করায় জামায়াত ক…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যশোরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী অপহরণ, আটক ৩
  • ১৮ জানুয়ারি ২০২৬
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের কাছে হারল বাংলাদেশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংপুরে গণপিটুনিতে নিহত ২, এবি পার্টির উপজেলা নেতা গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯, আবেদন শেষ ২ ফেব্রু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৪
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9