বিএনপির সমাবেশ যানজট নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যহতি
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:০০ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
বিএনপির মিছিল নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশের পর পদ হারিয়েছেন ছাত্রদল নেতা অমিত হাসান রবিন। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক মোঃ সাব্বির আহম্মেদ ও সদস্য সচিব মোঃ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রবিন হাসান (মোঃ অমিত হাসান রবিন) কে সাময়িক অব্যহতি প্রদান করা হলো।
জামালপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে ৫ আগস্টের বিজয় মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে নান্দিনা বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় । দীর্ঘ এক কিলোমিটার জুড়ে প্রায় এক ঘন্টা যানজটে আটকে পড়ে শত শত গণপরিবহন।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সমাবেশ নিয়ে নিজ দল সম্পর্কে অমিত হাসান রবিন ফেসবুকে নেতিবাচক মন্তব্য করে দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তাকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানার জন্য অব্যহতি পাওয়া ছাত্রদলের সাধারন সম্পাদক অমিত হাসান রবিনের মোবাইলে কল দিলে সাংবাদিক পরিচয় পেলে কলে কেটে দেন।