সিলেটে কলেজ ছাত্রের উপর হামলায় শিবিরের কিছু কর্মী জড়িত: জামায়াত

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
বৈঠক

বৈঠক © সংগৃহীত

সিলেটের এমসি কলেজে মিজানুর রহমান রিয়াদ নামের এক শিক্ষার্থীর ওপর হামলায় ছাত্র শিবিরের কিছু কর্মী জড়িত বলে জানিয়েছে জামায়াত ইসলাম। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটকেন্দ্রিক আঞ্জুমানে আল ইসলাহ’র সাথে বৈঠক শেষে জামায়াত ইসলাম সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এ তথ্য জানান।

গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এমসি কলেজ ছাত্রাবাসে এই হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রিয়াদ তালামিযে ইসলামিয়ার নেতা, যা আঞ্জুমানে আল ইসলাহ’র ছাত্র সংগঠন। এমসি কলেজ হামলার পর কয়েকদিন ধরে সিলেটে শিবির ও তালামিযে ইসলামিয়া মুখোমুখি অবস্থানে ছিল। পরিস্থিতি সমাধানের জন্য আজ বৈঠক করে দুটি সংগঠন।

বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলার সময় জামায়াত আমির বলেন, ফেসবুকে একটি পোস্টের সূত্র ধরে এমসি কলেজে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, আমাদের মতে, ছাত্র শিবিরের কিছু কর্মী এতে জড়িত ছিল। তারা যা করেছে, তা অন্যায় এবং আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা দুঃখ প্রকাশ করছি।

মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, শিবির ও তালামিযে ইসলামিয়া উভয়ই আমাদের সম্মানিত সংগঠন। এমসি কলেজে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা নিয়ে আজ আমরা আলোচনা করেছি। আমরা ইসলামী সংগঠন হিসেবে দেশের কল্যাণে কাজ করি, আর যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, তাহলে বিরোধী পক্ষ উপকৃত হবে। ভবিষ্যতে যেন এমন ভুল বোঝাবুঝি না হয়, আমরা একে অপরকে বোঝানোর চেষ্টা করব। কোনো কর্মী যেন বাড়াবাড়ি না করে।

তবে, জামায়াতের আমির এমসি কলেজের হামলায় শিবির কর্মী জড়িত বলে জানালেও শিবিরের কেন্দ্রীয় কমিটি এক বিজ্ঞপ্তিতে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে।

এদিকে, সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে রবিবার রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, এমসি কলেজ ছাত্রাবাসে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার সমাধান হয়েছে। কিছু ছাত্রের মধ্যে সৃষ্ট এই ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র নস্যাৎ করতে সিলেট জামায়াত ও আঞ্জুমানে আল ইসলাহ নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছেন।

সভায় সংঘটিত ঘটনার নিন্দা জানানো হয় এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়। তারা আহত রিয়াদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তার সুস্থতা কামনা করে মোনাজাত করেন। এছাড়া, ইসলামী সংগঠনগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয় এবং পরস্পর উস্কানী ও উত্তেজনামূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, এবং আঞ্জুমানে আল ইসলাহ’র মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা রফিকুল ইসলাম খান, এডভোকেট মাওলানা আব্দুর রকীব, হাফিজ নাজমুল হুদা, মাওলানা জৈন উদ্দিন, ও কাজী বুরহান উদ্দিন প্রমুখ।

ট্যাগ: জামায়াত
সড়ক দুর্ঘটনায় আহত বিশ্ববিদ্যালয় শিক্ষক, ফেসবুকে হলো ‘জামায়া…
  • ১১ জানুয়ারি ২০২৬
অভিষেকেই নবির ছেলে ইসাখিলের ঝড়, নোয়াখালীরও রেকর্ড সংগ্রহ
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবিতে জুলাই হত্যা মামলার আসামীকে চেয়ারম্যান নিয়োগের প্রতিব…
  • ১১ জানুয়ারি ২০২৬
দশদিনে রেমিট্যান্স এলো ১৩ হাজার ৭৮৩ কোটি টাকা 
  • ১১ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছে উত্তীর্ণদের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফল…
  • ১১ জানুয়ারি ২০২৬
এবার জানা গেল এইচএসসি পরীক্ষার সময়
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9