বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রাইসুরকে লাখ টাকা অনুদান বিজিবির

আন্দোলনে আহত রাইসুর রহমান রাতুলকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে বিজিবি
আন্দোলনে আহত রাইসুর রহমান রাতুলকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে বিজিবি  © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত রাইসুর রহমান রাতুলকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফুড কার্ট দোকান সম্প্রসারণের জন্য তাঁকে এ টাকা দেওয়া হয়েছে। রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে তাকে আমন্ত্রণ জানিয়ে তাকে এ অনুদান দেওয়া হয়। 

বিজিবি জানিয়েছে, সম্প্রতি স্যোশাল মিডিয়ায় (ফেসবুকে) রাইসুর রহমান রাতুল কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা এবং চিকিৎসা খরচ নির্বাহের লক্ষ্যে উত্তরায় একটি ফুড কার্ট’র দোকান দেয়ার পোস্টটি বিজিবি কর্তৃপক্ষের নজরে আসে। পরে রাইসুর ও তার অভিভাবককে বিজিবি সদর দপ্তরে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয়। ফুড কার্ট দোকান সম্প্রসারনের জন্য বিজিবির পক্ষ হতে অনুদান হিসেবে তাকে ১ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়েছে।

আরো বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতা প্রদান করছে। এরই পরিপ্রেক্ষিতে বিজিবির আন্তরিক প্রচেষ্টায় ৪২ জন ছাত্র-জনতাকে বর্ডার গার্ড হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। গত ৮ ডিসেম্বর সদর দপ্তরে জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসন অনুষ্ঠান আয়োজন করা হয়।

আরো পড়ুন: এপ্রিলের আগেই আসছে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের রূপরেখা

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জন ছাত্র জনতার মধ্যে অসহায় ৭ জনকে অনুদান ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আরও ১০০ জন আহত ছাত্র-জনতাকে বিজিবির পক্ষ থেকে অনুদান/পুনর্বাসন/বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক ইচ্ছাপোষণ করেন, যার বাস্তবায়ন প্রায় শেষ পর্যায়ে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence