আলেমদের রূহানী ঐক্য জরুরি: জামায়াতের আমির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৮:৩২ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আলেমদের রুহানী ঐক্য জরুরি। রুহানী ঐক্য প্রতিষ্ঠিত হলে আল্লাহর পক্ষ থেকে বারাকাত লাভ সম্ভব। আমরা ঐক্য চাই, তবে শর্ত আরোপ না করে তা অর্জন করাই জরুরি। আমাদের দেশে আলেমদের মধ্যে মতানৈক্য থাকলেও, যারা কোরআনকে জীবনপথে গ্রহণ করেছেন, হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে গ্রহণ করেছেন এবং সাহাবাদের (রা.) অনুসরণ করেন, তাদের মধ্যে ঐক্য সম্ভব।’
মঙ্গলবার (১১ নভেম্বর) লন্ডনের মায়েদা গ্রিল হলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উক্ত সভার আয়োজন করে ব্রিটেনের সর্বদলীয় উলামা সংগঠন ‘বাংলাদেশি উলামা মাশায়েখ ইউকে’। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দ্বীন সবার তাই সকলকে নিয়ে এই ময়দানে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ চালিয়ে যেতে হবে। কারও স্বীকৃতি বা মর্যাদার অপেক্ষায় আমরা থাকব না।
আলেমদের উদ্দেশে তিনি বলেন, যদি আমাদের মধ্যে কোনো ভুল থাকে, তবে তা ধরিয়ে দিতে হবে। পারস্পরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে আমরা দ্বীনের পথে সহজে চলতে পারব। এখানে আপনারা এমন একটি পরিবেশে আছেন, যেখানে বাংলাদেশ থেকে বেশি স্বাধীনতা ভোগ করা যায়। ব্রিটেনের আলেমদের বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে মাওলানা এ কে মওদুদ হাসানের সভাপতিত্বে এবং মাওলানা শাহ মিজানুল হক ও মাওলানা এফ কে এম শাহজাহান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা হাফেজ শামসুল হক, অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, মুফতি শাহ সদরদ্দীন, শায়খ আব্দুর রহমান মাদানী প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা রেজাউল করীম, মাওলানা খিজির হোসেন, মুফতি সালেহ আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।