টাকা নিয়ে উদ্যোক্তা উধাও, মানসিক চাপে সেলস ম্যানেজারের আত্মহত্যা

২৪ জানুয়ারি ২০২৪, ১০:০৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
নিহত আব্দুল কাইয়ুম

নিহত আব্দুল কাইয়ুম © সংগৃহীত

নরসিংদীতে আত্মহত্যা চেষ্টা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ডাচ-বাংলা ব্যাংকের রায়পুরা থানা সেলস ম্যানেজার আব্দুল কাইয়ুম। নরসিংদীর রায়পুরায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের একটি এজেন্ট ব্যাংকিং শাখা থেকে গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে যান উদ্যোক্তা শহিদুল ইসলাম লিটন। এ ঘটনায় ওই এরিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের সেলস ম্যানেজার আব্দুল কাইয়ুম (৪৫) বিষ পান করেন।

শনিবার (২০ জানুয়ারি) তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২  জানুয়ারি ) রাতে মারা যান তিনি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মীর মাহবুব আলম।

আব্দুল কাইয়ুম উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। রায়পুরার ডাচ-বাংলা ব্যাংকের ৩০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট তার অধীনে ছিল। অন্যদিকে আলগী বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোক্তা শহিদুল ইসলাম লিটনের বাড়ি একই উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। ঘটনার পর থেকে তিনি এখনো পলাতক রয়েছেন।

আরও পড়ুন: পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে কলেজছাত্রকে মারধর ছাত্রলীগের, টাকা ছিনতাই

নিহতের মেয়ে কানিজ হালিমা কনক জানান, উপজেলার মুছাপুর ইউনিয়নের আলগী বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোক্তা শহিদুল ইসলাম লিটন গ্রাহকদের আনুমানিক ৫০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর ব্যাংকের রিজিওনাল ম্যানেজার তার বাবার ওপর এর পুরো দায় চাপিয়ে দেন এবং তাকে মানসিকভাবে প্রচুর চাপ দেন।

তিনি আরও বলেন,‘বাবা খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন। শনিবার সারা রাত কান্না করেছেন। রাতে কোনো এক সময়ে তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।’

ইন্সপেক্টর (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, সেলস ম্যানেজারের আত্মহত্যা কিংবা টাকা নিয়ে উদ্যোক্তার উধাও হওয়ার ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। শুনেছি বিষপানের কারণে নাকি তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য সকল কার্যক্রম ঢাকার শাহবাগ থানা কর্তৃপক্ষ গ্রহণ করেছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহজালালের মাজার জিয়ারতের মধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু কর…
  • ১২ জানুয়ারি ২০২৬
পলকের প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ
  • ১২ জানুয়ারি ২০২৬
৩ কারণে ভারতে বাংলাদেশের খেলা ঝুঁকি, জানাল আইসিসি
  • ১২ জানুয়ারি ২০২৬
রংপুরের হ্যাটট্রিক পরাজয়ে দুইয়ে উঠল সিলেট
  • ১২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন বেশি জামায়াতে
  • ১২ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে মোস্তাফিজ থাকলে ঝুঁকি বাড়বে, বিসিবিকে আইসিসি
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9