গালি বয় রানা ও তাবিবের নতুন গান ‘চাপ নাই’ (ভিডিও)

  © সংগৃহীত

গালি বয় রানা ও তাবিব মাহমুদের নতুন গান ‘চাপ নাই’ মাত্র দু’দিনে অর্ধ মিলিয়নের মাইলফলক স্পর্শ করলো। শনিবার (২৮ নভেম্বর) আপলোড করার পর আজ সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত ৫ লাখ ২৭ হাজার ৫৯৩ ভিউ পেয়েছে গানটি।

ব্যস্ত ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের আট নম্বর গলিতে থাকেন ১০ বছর বয়সী ছোট্ট শিশু রানা মৃধা। ‘গালি বয় রানা’ হিসেবেই যাকে চেনেন সবাই। যার সুরে ফুটে উঠেছে শহর-বন্দরের গলি, ফুটপাতে বেড়ে ওঠা হাজারও পথ শিশুর জীবনকথা, চাওয়া, না পাওয়া, বঞ্চনার চিত্র।

গত বছর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অপরিচিত ফুল-বিক্রেতা সেই রানা আজ সুপার স্টার ‘গালি বয় রানা’। কামরাঙ্গীরচরের গলি পেরিয়ে রানাকে নিয়ে আজ আলোচনা-সমালোচনায় মগ্ন দেশ-বিদেশের শত শত ইউটিউবার। পৃথিবীর কোটি মানুষের মুখে এখন রানার নাম।

এই গালিবয় রানার জীবনের গল্পটা বদলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী তাবিব মাহমুদ। যিনি বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে ‘মিলিয়ন সাবস্ক্রাইব’ অর্জন করেছেন। ‘অধিকার-সাম্য-প্রতিবাদী’ গান গেয়ে জয় করেছেন লাখো শ্রোতার মন। আজ তাবিব হাঁটছেন মিলিয়ন ভক্তকে সাথে নিয়ে বিলিয়নের পথে।

তাবিব এই ১০ বছরের ছোট্ট শিশু রানাকে নিয়ে উঠেছেন কয়েকশ মঞ্চে। গান গেয়েছেন এক সঙ্গে। শুধু গানে সীমাবদ্ধ থাকেনি তাবিব। রানাকে স্কুলে ভর্তি করান তিনি। রানার নিয়মিত লেখাপড়ার তদারকিও করছেন তিনি। কিভাবে রানাদের সুপার স্টার বানানো যায়, তা বিশ্বকে তাবিব দেখিয়ে দিয়েছেন। বিভিন্ন কারণে এক সময় বাংলাদেশের অনেক মানুষ ‘র‍্যাপ সং’ অপছন্দ করতেন।

তাদের ধারণা ছিলো, এগুলো অসামাজিক গান। তবে তাবিব এই ধারণাকে বদলে দিয়ে কবিতার ভাষাকে গানের সুরে ফুটিয়ে তুলেছেন। এভাবে মানুষের ভালোবাসায় এগিয়ে চলছেন তাবিব মাহমুদ। মিলিয়ন মানুষকে সঙ্গে নিয়ে ছুটছেন বিলিয়নের পথে। রানাদের অধিকারের কথা বলতে, রানাদের সঙ্গে নিয়ে চলতে, রানাদের জীবন বদলাতে জন্ম হোক আরও হাজারটা তাবিবের।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence