কত টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের ‘হিস্ট্রি ট্যুর’র মোজা?

মাইকেল জ্যাকসনে
মাইকেল জ্যাকসনে  © সংগৃহীত

তারকাদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন সংগ্রহের প্রবণতা নতুন কিছু নয়। তবে তা যদি হয় বিশ্ববিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের ব্যবহৃত কিছু, তাহলে আগ্রহের মাত্রা যে অনেকগুণ বেড়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। ঠিক এমনই এক ঘটনার সাক্ষী হলো ফ্রান্সের একটি নিলাম হাউস।

বুধবার (৩০ জুলাই) দেশটির একটি নিলামে বিক্রি হলো ‘কিং অফ পপ’ খ্যাত মাইকেল জ্যাকসনের ব্যবহৃত একজোড়া পুরোনো মোজা। ১৯৯৭ সালে ফ্রান্সে অনুষ্ঠিত 'হিস্ট্রি ওয়ার্ল্ড ট্যুর' কনসার্টে এই মোজা পরেছিলেন জ্যাকসন। কনসার্ট শেষে ড্রেসিং রুমের বাইরে এটি পড়ে থাকতে দেখেন এক দর্শক। পরে দীর্ঘ ২৮ বছর ধরে তিনি সেটি সযত্নে সংরক্ষণ করে রাখেন।

নিলামের আয়োজক প্রতিষ্ঠান ‘অরোর ইলি’ জানিয়েছে, শুরুতে মোজাটির মূল্য ধরা হয়েছিল ৩ হাজার ৪০০ থেকে ৪ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে। কিন্তু ভক্তদের উন্মাদনায় সেটি বিক্রি হয় প্রায় ৮ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ টাকা।

মোজাটিতে কিছুটা হলদেটে ভাব দেখা দেওয়ায় এর মালিক সম্প্রতি নিলামে তোলার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘আমি চাই এটি এখন মাইকেল জ্যাকসনের স্মৃতিচিহ্ন হিসেবে বিশ্বব্যাপী ভক্তদের জন্য উন্মুক্ত থাকুক।’

নতুন মালিকও জানিয়ে দিয়েছেন, মোজাটি তিনি ব্যক্তিগত সংগ্রহে না রেখে জনসাধারণের জন্য প্রদর্শন করবেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!